প্রথমবার সেমিস্টারে ফাজিল পরীক্ষায় নজিরবিহীন সাফল্য, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:১২: ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল৷ এবার প্রকাশিত হল ফাজিলের (উচ্চ মাধ্যমিকের সমতুল) তৃতীয় সেমিস্টারের (Madrasa Fazil Examination) ফলাফল৷ বুধবার মাদ্রাসা বোর্ডের তরফে এই ফলাফল প্রকাশ করা হয়৷
এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, ‘আজ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ফাজিল (মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উচ্চ মাধ্যমিক) পরীক্ষার তৃতীয় সেমিস্টারে সকল সফল ছাত্র-ছাত্রীকে জানাই আমার শুভেচ্ছা। তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদেরও অভিনন্দন জানাই। দেশের মধ্যে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল পরীক্ষা হল, এই বিপুল আয়োজন সঠিকভাবে করার জন্য এর সঙ্গে যুক্ত সকলকে আমার ধন্যবাদ জানাই। যারা এবার ভালো ফল করতে পারোনি তাদের বলব, হতাশ না হয়ে চতুর্থ সেমিস্টারে যাতে ভালো ফল হয় তার চেষ্টা করো।’
https://x.com/mamataofficial/status/1988526607603253412?s=48
মাদ্রাসা বোর্ডের ফাজিলের তৃতীয় সেমিস্টারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ হাজার ৮৯৪ জন। পাশ করেছে ৫ হাজার ৫০৪ জন। সার্বিকভাবে পাশের হার ৯৩.৩৮ শতাংশ। তবে জলপাইগুড়ি (Jalpaiguri) ও কোচবিহারে (Cooch Behar) পাশের হার ১০০ শতাংশ৷ এই দুই জেলায় যতজন পরীক্ষার্থী ছিল, সকলেই পাশ করেছে৷ পাশের হার অনুযায়ী, দ্বিতীয় স্থানে রয়েছে হুগলি (Hooghly) (৯৭.৭২ শতাংশ)৷ তৃতীয় স্থানে বাকুঁড়া (Bankura) (৯৬.৬৭ শতাংশ)।
ফাজিলের তৃতীয় সেমিস্টারে মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৩২৫১। তাদের মধ্যে পাশ করেছে ৩১২৩ জন। পাশের হার ৯৬.০৬ শতাংশ। ছাত্রীর সংখ্যা ছিল ২৬৪৩। পাশ করেছে ২৩৮১। পাশের হার ৯০.০৯ শতাংশ। ফাজিল পরীক্ষার তৃতীয় সেমিস্টারের মেধাতালিকায় স্থান করে নিয়েছে ১৭ জন।