সত্যজিৎ রায়ের অপ্রকাশিত ৫ টি রচনা প্রকাশ পাচ্ছে বই আকারে

চলচ্চিত্র জগতের এই মানুষটির পাঁচটি অপ্রকাশিত রচনা দিনের আলো দেখতে চলেছে এই বছরেই।
মূলত অপ্রকাশিত প্রবন্ধ এবং ইলাস্ট্রেশনই মূলত প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন একটি বিখ্যাত প্রকাশনা সংস্থার কর্মকর্তা।

April 23, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সত্যজিৎ রায় – এই একটা নামেই বাঙালীর আবেগ, ভালোবাসা, জ্ঞান এবং সিনেমার সমার্থক বলা যায়। ছবি, ইলাস্ট্রেশন থেকে শুরু করে লেখা, গোয়েন্দা কাহিনী এবং সিনেমা- সত্যজিতের পায়ে পায়ে বাংলা সংস্কৃতি নিজে হাতে নিজের এক মাইলফলক গড়েছে। সত্যজিতের সে সমস্ত অনুরাগীদের জন্য সুখবর। চলচ্চিত্র জগতের এই মানুষটির পাঁচটি অপ্রকাশিত রচনা দিনের আলো দেখতে চলেছে এই বছরেই।
মূলত অপ্রকাশিত প্রবন্ধ এবং ইলাস্ট্রেশনই মূলত প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন একটি বিখ্যাত প্রকাশনা সংস্থার কর্মকর্তা। তিনি বলেন, “সত্যজিৎ রায়ের তারিণী খুড়োর অনুবাদ এবং তাঁর অনেকগুলি চিত্রিত কাজ, যা আজ পর্যন্ত প্রকাশিত হয়নি, সেসবও রয়েছে এর মধ্যে।” তারিণী খুড়ো সত্যজিৎ রায়ের সৃষ্ট একটি কাল্পনিক চরিত্র।

এই সমস্ত কাজগুলোই প্রকাশ করবে পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়া। কর্মকর্তা আরও বলেন, “দ্য পেঙ্গুইন রে লাইব্রেরি সত্যজিতের কাজগুলিকে একদম অনন্যভাবেই প্রকাশ করবে। সত্যজিৎ রায়ের থেকেই অনুপ্রাণিত পরিশীলিত নান্দনিক বিন্যাস এই কাজগুলিকে নয়া মাত্রা দেবে।”
একজন লেখক হিসাবে, সত্যজিৎ রায় বেশ কয়েকটি কাল্পনিক চরিত্রকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিলেন। এদের মধ্যে অন্যতম হল গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ এবং বিজ্ঞানী চরিত্র ‘প্রফেসর শঙ্কু’। ৩২ টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সত্যজিৎ রায়, এছাড়াও বহু অন্যান্য আন্তর্জাতিক সম্মান। এরই মধ্যে রয়েছে ১৯৯২ সালে পাওয়া অস্কার সম্মানও। সারা জীবনে লিখেছেন বহু ছোট গল্প এবং উপন্যাস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen