অশান্ত মনিপুর, ইম্ফলে মন্ত্রীর বাড়িতে আগুন
অশান্ত মনিপুর, ইম্ফলে মন্ত্রীর বাড়িতে আগুন
June 14, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে অব্যাহত হিংসার একটি নতুন দৃষ্টান্তে ইম্ফলে মণিপুরের একমাত্র মহিলা মন্ত্রীর সরকারি বাসভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে । ইম্ফলের পশ্চিম জেলার ল্যামফেল এলাকায় শিল্পমন্ত্রী নেমচা কিপগেনের বাংলোকে আজ সন্ধ্যায় এই অগ্নিসংযোগের লক্ষ্যবস্তু করা হয়েছে।
সূত্রের খবর, শ্রীমতি কিপগেন তখন বাড়িতে ছিলেন না।