আবারও ‘বেসুরো’ অভিজিৎ, চিকেন প্যাটিস কাণ্ডে শুভেন্দুকে নিশানা তমলুকের BJP সাংসদের?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪০: বিরোধী রাজনীতিকেরা বলছেন, লেনিন পড়া বিজেপি বিধায়কের বিলম্বিত বোধদয়। ফের ‘বেসুরো’ বিজেপির তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগেই বিজেপি, তৃণমূলের আঁতাতের অভিযোগ তুলেছিলেন অভিজিৎ। সরাসরি না হলেও, ইঙ্গিত দিয়েছিলেন। বাংলায় তৃণমূলের শাসনের অবসান ঘটানো প্রসঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলেছিলেন খোদ দলের সাংসদ। বাঙালি, অবাঙালি অস্ত্রেও বারুদ জুগিয়েছিলেন। এবার ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধর প্রসঙ্গে হিন্দুত্ববাদী তথা বিজেপির বিরুদ্ধে নিন্দায় সরব হলেন অভিজিৎ।
চিকেন প্যাটিস বিক্রেতাকে নিগ্রহ, তাঁর জীবিকা নির্বাহের সরঞ্জাম নষ্ট করে দেওয়ার তীব্র নিন্দা করলেন তিনি। এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিগেড কাণ্ড নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘‘এরা কারা! কারা এসে জুটল!’’ প্রশ্ন করেন, ‘‘একজন খেটে খাওয়া, মেহনতী মানুষের উপার্জন বন্ধ করে দেওয়ার কী অধিকার আছে তাদের? তাঁকে মারার অধিকার কে দিল? পশ্চিমবঙ্গের রাজনীতি এটা নয়।’’
নির্যাতনকারীদের ‘কুলাঙ্গার’ আখ্যা দেন বিজেপি সাংসদ। একইসঙ্গে নিগ্রহকারীদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, ‘‘যা না, যাঁরা ভারতবর্ষ শাসন করছে, তাঁদের গায়ে হাত তোল না, হাত-পা ভেঙে দেবে। একটা কথাও বলতে পারবি না।’’ প্যাটিস বিক্রেতার নিগ্রহকারীরা দলের কেউ হলে, তাদের বের করে দেওয়ার জন্য সওয়াল করেন তিনি।
কিন্তু প্যাটিস কাণ্ডে অভিযুক্তদের হয়ে আদালতে সওয়াল করেছিলেন খোদ বিজেপির আইনজীবী নেতা। রীতিমতো গেরুয়াপন্থী উকিলদের ফৌজ নামিয়েছিল বিজেপি। তিন অভিযুক্ত জামিনে বেরনোর পর তাঁদের সংবর্ধনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযুক্তরা সকলেই নানান হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত। সেখানে অভিজিৎ এহেন মন্তব্য! তুঙ্গে উঠেছে জল্পনা। তবে এখানেই শেষ নয়।
আরও বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি সাংসদ। তাঁর কথায়, বিজেপি কোনওদিন পশ্চিমবঙ্গ শাসন করলে কি মুসলিমদের ধরে ধরে মারা হবে! বিজেপিকে সুশাসন উপহার দিতে হবে। আর সেজন্য গোড়া থেকেই শক্ত হাতে এ ধরনের ঘটনার মোকাবিলা করতে হবে। ভোট আসছে। নেতারা ‘বেসুরো’
হবেন, তবেই না জমে উঠবে ভোটের বাংলা।