মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশের BJP নেতার ‘কীর্তি’ ফাঁস! পার্টি অফিসে মহিলা কর্মীর সঙ্গে অশ্লীলতা
দলের মহিলা কর্মীর সঙ্গে পার্টি অফিসের মধ্যে অশ্লীলতা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ইস্যুতে বিজেপির তরফে ওই নেতাকে নোটিসও পাঠানো হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫১: রাস্তার মধ্যেই সঙ্গমে ব্যস্ত মধ্যপ্রদেশের বিজেপি নেতার ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশে। ঘটনার সিসিটিভি ফুটেজ ছেয়ে যায় সোশাল মিডিয়ায়। এবার ভিডিও-বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা। দলের মহিলা কর্মীর সঙ্গে পার্টি অফিসের মধ্যে অশ্লীলতা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ইস্যুতে বিজেপির তরফে ওই নেতাকে নোটিসও পাঠানো হয়েছে।
সম্প্রতি উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে গোণ্ডা জেলায় ঘটনাটি ঘটেছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিয়োয় যাঁকে দেখা যাচ্ছে, তিনি গোণ্ডা বিজেপির প্রধান অমরকিশোর কাশ্যপ (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি)। ১২ এপ্রিল রেকর্ড করা ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, পার্টি অফিসে এক মহিলার সঙ্গে ‘অশালীন’ আচরণ করছেন ওই বিজেপি নেতা। তার পর থেকেই নিন্দায় সরব হয়েছেন বিজেপির অন্য স্থানীয় নেতারা। বেশির ভাগ দলীয় কর্মী ভিডিয়োটিকে ‘লজ্জাজনক’ বলেও অভিহিত করেছেন। বিজেপি নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নোটিস পাঠানো হয়েছে সংশ্লিষ্ট নেতাকেও।