দেশে ডিজিটাল লেনদেনে সর্বাধিক জনপ্রিয় UPI, বলছে SBI

এসবিআই রিপোর্ট জানাচ্ছে, ২০১৬-১৭ অর্থ বছরে ইউপিআই লেনদেনের সংখ্যা ছিল ১.৮ কোটি।

June 5, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সর্বাধিক জনপ্রিয় হল ইউপিআই পেমেন্ট সিস্টেম, এমনই দাবি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। তারা বলছে, দেশে যে পরিমাণ ডিজিটাল লেনদেন হয়, তার ৭৩ শতাংশই দখলে রেখেছে মোবাইল নির্ভর ইউপিআই পেমেন্ট পদ্ধতি। এসবিআইয়ের রিপোর্ট বলছে, ইউপিআইয়ের মাধ্যমে এক টাকা বেশি লেনদেন হওয়ার অর্থ ডেবিট কার্ডের মাধ্যমে ১৮ পয়সা কম লেনদেন হওয়া। ডেবিট কার্ড একদা ডিজিটাল লেনদেনের অন্যতম হাতিয়ার ছিল, কিন্তু ইউপিআই সেই ডেবিট কার্ডকে পিছনে ফেলে দিয়েছে।

এসবিআই রিপোর্ট জানাচ্ছে, ২০১৬-১৭ অর্থ বছরে ইউপিআই লেনদেনের সংখ্যা ছিল ১.৮ কোটি। সর্বশেষ অর্থবর্ষে তা ৮ হাজার ৩৭৫ কোটিতে পৌঁছে গিয়েছে। ২০১৬-১৭ অর্থ বছরে ইউপিআই লেনদেনের পরিমাণ ছিল ৬ হাজার ৯৪৭ কোটি টাকা। শেষ অর্থ বছরে তা ১৩৯ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।

ইউপিআইয়ের ব্যবহারের কারণে, আম জনতার এটিএম নির্ভরতা কমেছে, এমনটাই দাবি করা হয়েছে স্টেট ব্যাঙ্কের রিপোর্টে। ২০১৬-১৭ অর্থবর্ষে সাধারণ মানুষ গড়ে বছরে ১৬ বার এটিএমে যেতেন, এখন তা হ্রাস পেয়ে অর্ধেকে নেমে এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen