বাণিজ্য চুক্তি ও Tariff টানাপড়েনের মাঝে জয়শঙ্করের সঙ্গে বৈঠক মার্কিন কূটনীতিকের, কেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯:০৭: ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। ট্যারিফ সংক্রান্ত জটিলতা ও বাণিজ্য চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কার মধ্যেই নয়াদিল্লিতে বৈঠকে বসেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S jaishankar) এবং আমেরিকার রাষ্ট্রদূত পদে মনোনীত কূটনীতিক সার্জিও গর (Sergio Gor)। ছয় দিনের সফরে ভারতে এসে শনিবার এই গুরুত্বপূর্ণ বৈঠক করেন সার্জিও। তাঁর সঙ্গে ছিলেন মার্কিন ব্যবস্থাপনা ও জনসম্পদ দপ্তরের উপসচিব মাইকেল জে রিগাস।
কূটনৈতিক মহলের মতে, এই বৈঠক দুই দেশের সম্পর্কের বরফ গলানোর চেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরেই ভারত-আমেরিকা সম্পর্ক ট্যারিফ ও বাণিজ্য চুক্তি নিয়ে টানাপড়েনের মধ্যে রয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতীয় পণ্যে ৫০ শতাংশ ট্যারিফ আরোপ করেছেন। পাশাপাশি, নয়াদিল্লি রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে, যা নিয়ে অসন্তুষ্ট হোয়াইট হাউস।
সার্জিওর মতে, ভারত যদি আমেরিকা থেকে তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য আমদানি শুরু করে, তাহলে দ্বিপাক্ষিক সম্পর্কের জট অনেকটাই কাটবে। সেই লক্ষ্যে আলোচনা চলছে বলেও জানা গেছে।
বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি জয়শঙ্কর। তিনি শুধু X হ্যান্ডলে জানিয়েছেন, ভারত-আমেরিকা সম্পর্ক ও আন্তর্জাতিক গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। উল্লেখযোগ্য, সার্জিও গর এখনও দায়িত্ব গ্রহণ করেননি, তবে রাষ্ট্রদূত পদে তাঁর মনোনয়ন ইতিমধ্যেই হয়েছে। এই সফরকে ‘পরিচয়মূলক’ সফর হিসেবে ব্যাখ্যা করেছে আমেরিকার পক্ষ।