ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপে বিশ্বজুড়ে নিন্দার ঝড়, কী প্রতিক্রিয়া রাশিয়া-চীন-ইরানের?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:১৩: ভেনেজুয়েলার বিরুদ্ধে সরাসরি ‘যুদ্ধ’ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর নির্দেশেই এক বড়সড় সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বন্দি করে দেশছাড়া করা হয়েছে। ট্রাম্পের এই আকস্মিক ও আগ্রাসী পদক্ষেপে লাতিন আমেরিকার রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। হামলার দায় স্বীকার করে সমাজমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প লেখেন, “আমেরিকা ভেনেজুয়েলায় সফল অভিযান চালিয়েছে। মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করে দেশছাড়া করা হয়েছে।”
এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশ্বজুড়ে। ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপুঞ্জের জরুরি বৈঠকের ডাক দিয়েছেন এবং সীমান্তে সেনা মোতায়েন করেছেন। অন্যদিকে, আমেরিকা-বিরোধী অক্ষ হিসেবে পরিচিত রাশিয়া, চীন ও ইরান এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। চীন একে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ এবং ইরান ‘সার্বভৌমত্বের ওপর আঘাত’ বলে অভিহিত করেছে। মস্কোর মতে, এই সামরিক অভিযানের সপক্ষে কোনও যুক্তিই ধোপে টেকে না। রুশ বিদেশ মন্ত্রক কড়া ভাষায় এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে।