তুষারপাতে জমে গেল আমেরিকার বিখ্যাত Niagara Falls, দেখুন ভিডিও
যতদূর চোখ যায়, শুধুই বরফের পুরু আস্তরণ জমে রয়েছে। সমাজ মাধ্যমে এরকম একাধিক ভিডিও শেয়ার করা হয়েছে।
December 28, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

‘বম্ব সাইক্লোন’-এ বিধ্বস্ত আমেরিকা। অবিরাম হাওয়া, প্রবল তুষারঝড় আর কনকনে আবহাওয়ায় বিপর্যস্ত পশ্চিম নিউ ইয়র্ক। এর প্রভাব পড়েছে নায়াগ্রা জলপ্রপাতের বিস্তীর্ণ অঞ্চলেও।
ক্রিসমাসের সপ্তাহান্তে দৈত্যাকার নায়াগ্রা জলপ্রপাতের জলের ধারা জমে বরফ। যতদূর চোখ যায়, শুধুই বরফের পুরু আস্তরণ জমে রয়েছে। সমাজ মাধ্যমে এরকম একাধিক ভিডিও শেয়ার করা হয়েছে।
বরফে ঢাকা নায়াগ্রা দেখে ছবি তুলতে ব্যস্ত পর্যটকরা
তুষারপাতে জমে গেল নায়াগ্রা জলপ্রপাত (Niagara Falls)। জলের ধারা জমে বরফ

যতদূর চোখ যায়, শুধুই বরফের পুরু আস্তরণ জমে রয়েছে নায়াগ্রা জলপ্রপাতের বিস্তীর্ণ অঞ্চলে

নায়াগ্রা নদীও ঢেকে গেছে বরফে
