‘বন্ধু’ বলেও রেহাই নেই! ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প, কী যুক্তি দিলেন তিনি?

ট্রাম্প জানান, “ভারত আমাদের ভালো বন্ধু দেশ। তবে যে কোনও দেশের চেয়ে ভারত বেশি শুল্ক আরোপ করেছে। এটা চলতে পারে না।

July 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৫০: ‘বন্ধু’ বলেও রেহাই নেই! ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প (Donald Trump) বলেন, ‘মনে রাখতে হবে, ভারত আমাদের বন্ধু হলেও আমরা ওদের সঙ্গে তুলনামূলকভাবে কম ব্যবসা করে আসছি। কারণ ওদের শুল্কের হার খুবই বেশি। বিশ্বের অন্যতম সর্বাধিকও বটে। বিশ্বের যে কোনও দেশের নিরিখে ওদের অ-আর্থিক বাণিজ্যের বাধা সবথেকে কঠিন এবং বিরক্তিকর।’

উল্লেখ্য, বাণিজ্য চুক্তি (Trade Agreement) সম্পন্ন করতে আমেরিকার তরফে চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছিল ১ আগস্ট। তবে নানা জটিলতায় আটকে এখনও পর্যন্ত আমেরিকার (USA) সঙ্গে বাণিজ্য চুক্তি হয়নি ভারতের। এই পরিস্থিতিতে ভারতের উপর শুল্ক (Tariffs)  চাপানো হবে কিনা জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট জানান, “হ্যাঁ এমনটা হতে পারে।” একইসঙ্গে ট্রাম্প জানান, “ভারত আমাদের ভালো বন্ধু দেশ। তবে যে কোনও দেশের চেয়ে ভারত বেশি শুল্ক আরোপ করেছে। এটা চলতে পারে না। ভারতের উপর বেশি পরিমাণ শুল্ক চাপাবে আমেরিকা।”

তবে ভারতীয় পণ্যের (Indian products) উপরে ঠিক কী কারণে তেলেবেগুনে জ্বলে উঠেছেন ট্রাম্প, সেটাও গোপন রাখেননি। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, রাশিয়ার (Russia) থেকে বেশিরভাগ সামরিক সরঞ্জাম কেনে ভারত। চীনের পাশাপাশি রাশিয়ার তেল সবথেকে বেশি কেনে নয়াদিল্লিই (New Delhi)। আর সেই পরিস্থিতিতে ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি জরিমানা চাপানোর কথাও ঘোষণা করেছেন ট্রাম্প।

নিজেকে শান্তিদূত হিসেবে তুলে ধরতে মরিয়া ট্রাম্পের কথায়, ‘ওরা (ভারত) সবসময় নিজেদের বেশিরভাগ সামরিক সরঞ্জামই রাশিয়ার থেকে কেনে। আর চীনের পাশাপাশি রাশিয়ার তেলের সবথেকে বড় ক্রেতা হল ওরা (ভারত)। যখন সকলেই চায় যে ইউক্রেনে হত্যালীলা বন্ধু করুক রাশিয়া, তখন এই বিষয়গুলো ঠিক নয়।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen