LIVE US–Venezuela Crisis LIVE: আমেরিকা জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ, বৈঠকে বসছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ

January 4, 2026 | 5 min read

৪ জানুয়ারি, ২১:৩৫: আমেরিকার মধ্যেও ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চলছে। শিকাগো, ওয়াশিংটনের রাজপথে নেমেছেন নাগরিকেরা। তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। স্লোগান উঠছে, ‘‘তেলের জন্য রক্ত চাই না’’, কেউ আবার বলছিলেন, ‘‘ভেনেজুয়েলায় আমেরিকার যুদ্ধ চাই না’’।

৪ জানুয়ারি, ২১:৩০: ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিসের মতে, ‘‘ট্রাম্পের এই পদক্ষেপ কখনওই আমেরিকাকে সুরক্ষিত বা শক্তিশালী করবে না।’’ নিউ ইয়র্কের মেয়র মামদানিও নিন্দা করেছেন ট্রাম্প প্রশাসনের।

৪ জানুয়ারি, ১৮:১৫: ভেনেজুয়েলাতে মার্কিন সেনার অভিযান নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠকে বসছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ।

৪ জানুয়ারি, ১৫:০৮: কারাকাসের এয়ারবেসে মার্কিন হামলার পর পরিস্থিতির ছবি সামনে। শনিবার ভোররাতে মার্কিন অভিযানে ভেনেজুয়েলার লা কার্লোটা বিমানঘাঁটির অ্যান্টি-এয়ারক্রাফ্ট ইউনিট ছিল অন্যতম লক্ষ্য। অভিযানে ফুয়ের্তে তিউনা, লা গুয়াইরা বন্দর এবং রাজধানীর পূর্বে হিগুয়েরোতে বিমানবন্দরেও হামলা চালানো হয়। এর জেরে কারাকাসের একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

৪ জানুয়ারি, ১৪:৫৯ : মাদুরো সরকারের কড়া সমালোচনা ইউক্রেনের। ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, ইউক্রেন বরাবরই স্বৈরতন্ত্র, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। নিকোলাস মাদুরোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, মাদুরো সরকার সব দিক থেকেই এই নীতিগুলির লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক আইন মেনে, গণতন্ত্র ও মানবাধিকারের স্বার্থে এবং ভেনেজুয়েলার জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যৎ পদক্ষেপের পক্ষে ইউক্রেন।

৪ জানুয়ারি, ১৪:৩৪ : কারাকাসের পূর্বে বিমানবন্দরে ক্ষয়ক্ষতি, মার্কিন হামলার জেরে ধ্বংসস্তূপ। রবিবার প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে ভেনেজুয়েলার হিগুয়েরোতে শহরের একটি বিমানবন্দরের ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি দেখা যায়। মাটিতে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ, পুড়ে যাওয়া যন্ত্রপাতি, ক্ষতিগ্রস্ত বিমান ও ভবন। কারাকাস থেকে প্রায় ৮৫ কিলোমিটার পূর্বে অবস্থিত হিগুয়েরোতে মার্কিন অভিযানের লক্ষ্যবস্তু হওয়া একাধিক স্থানের মধ্যে ছিল।

৪ জানুয়ারি, ১৪:০৮ : মাদুরো ধরা পড়ার পর হুঁশিয়ারি ট্রাম্পের—পরবর্তী লক্ষ্য হতে পারে কিউবা, মেক্সিকো ও কলম্বিয়া। ভেনেজুয়েলায় মার্কিন এয়ারস্ট্রাইক ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, আমেরিকা আপাতত ভেনেজুয়েলাকে ‘চালাবে’। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, অঞ্চলের অন্যান্য ‘সমস্যাজনক প্রতিবেশী দেশ’-ও একই পরিণতির মুখে পড়তে পারে।

৪ জানুয়ারি, ১৩:৪৫: ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করল ভারত। ৪ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা এক প্রেস বিবৃতিতে ভারত সরকার জানায়, ভেনেজুয়েলার পরিস্থিতির উপর তারা কড়া নজর রাখছে। একই সঙ্গে ভেনেজুয়েলার জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি সমর্থন জানিয়ে ভারত সব পক্ষকে শান্তিপূর্ণ ভাবে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে।

৪ জানুয়ারি, ১৩:১৭ : ভেনেজুয়েলায় হামলা নিয়ে ট্রাম্পকে তীব্র আক্রমণ লস অ্যাঞ্জেলেসের মেয়রের। মেয়র কারেন ব্যাস এই অভিযানের সিদ্ধান্তকে ‘বেপরোয়া’ বলে মন্তব্য করেন। এক্স-এ পোস্ট করে তিনি লেখেন, মাদুরোকে সরাতে গিয়ে ভেনেজুয়েলায় হামলা বিশৃঙ্খলা ও হিংসা বাড়াতে পারে এবং এমন সংঘাতে আমেরিকাকে জড়িয়ে ফেলতে পারে, যা জনগণ চায়নি। তিনি জানান, লস অ্যাঞ্জেলেস শান্তি, গণতন্ত্র ও কূটনীতির পক্ষে অবস্থান বজায় রাখবে।

৪ জানুয়ারি, ১২:৫৬: ‘রোলার-কোস্টারের মতো অনুভূতি’—মাদুরোকে মার্কিন হেফাজতে দেখে প্রতিক্রিয়া ভেনেজুয়েলাবাসীর। নিউ ইয়র্কে বসবাসকারী ভেনেজুয়েলার নাগরিক নিুরকা মেলেন্ডেজ সিএনএন-কে বলেন, হাতকড়া পরা মাদুরোর ছবি তাঁকে অতীতের অশান্ত দিনের কথা মনে করিয়েছে, আবার একই সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আশা জাগিয়েছে। তিনি একে ‘অন্ধকার সুড়ঙ্গের শেষে আলো’ বলেও উল্লেখ করেন।

৪ জানুয়ারি, ১২:৩৪ : মার্কিন হামলার পর কারাকাসে জীবনযাত্রার চিত্র তুলে ধরলেন ভারতীয় নাগরিক। কারাকাসে বসবাসকারী স্বল্পসংখ্যক ভারতীয়দের একজন সুনীল মালহোত্রা জানান, ব্যাপক পরিকাঠামোগত ক্ষতি, খাবারের জন্য দীর্ঘ লাইন এবং সর্বত্র ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে।

৪ জানুয়ারি, ১২:২৮ : ভেনেজুয়েলায় তেল সুরক্ষিত করা আমেরিকার পক্ষে কঠিন হতে পারে—সতর্ক করলেন প্রাক্তন ন্যাটো কমান্ডার। সিএনএন-কে তিনি বলেন, শত্রুভাবাপন্ন পরিস্থিতিতে সেনা মোতায়েন রেখে তেলের দখল বজায় রাখা কঠিন হবে। মাদুরো ও তাঁর স্ত্রী গ্রেপ্তারের পর উপ-রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ তাঁদের ‘তাৎক্ষণিক মুক্তি’ দাবি করেন এবং আমেরিকার বিরুদ্ধে ভেনেজুয়েলার ভৌগোলিক অখণ্ডতা ‘নির্মমভাবে আক্রমণ’-এর অভিযোগ তোলেন।

৪ জানুয়ারি, ১২:১৪ : ট্রাম্পের ভেনেজুয়েলা অভিযান সম্পর্কে আগাম জানত নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট। রিপোর্ট অনুযায়ী, গোপন মার্কিন অভিযানের খবর আগেই জানতে পারলেও সেনাদের নিরাপত্তার কথা মাথায় রেখে তারা তা প্রকাশ করেনি।

৪ জানুয়ারি, ১১:৪৮ : ট্রাম্পকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানানো মাদুরোর পুরনো ভিডিও আবার শেয়ার করল হোয়াইট হাউস।

৪ জানুয়ারি, ১১:৪৩: মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, “এরপর কী হবে, তা ভেনেজুয়েলার জনগণের হাতেই।” তিনি এই অভিযানকে সফল বলে দাবি করেন।

৪ জানুয়ারি, ১১:০৮ : হামলার খবর আগেই পেয়েছিল NYT ও ওয়াশিংটন পোস্ট, তবে সেনাদের নিরাপত্তার কারণে খবর প্রকাশ করেনি বলে জানা গেছে।

৪ জানুয়ারি, ১১:০৩: ‘আমাকে ধরতে এলে ধরুন’— ট্রাম্পকে চ্যালেঞ্জ জানানো মাদুরোর পুরনো ভিডিও প্রকাশ করল হোয়াইট হাউস।

৪ জানুয়ারি, ১০:২২ : ট্রাম্পের প্রথম মেয়াদেই মাদুরোকে সরানোর পরিকল্পনা হয়েছিল। সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জানান, ট্রাম্প তখন ভেনেজুয়েলার তেলের ব্যাপারে আগ্রহী ছিলেন, তবে বিষয়টিতে তাঁকে মনোযোগী রাখা যায়নি।

— Venezuela News: ‘ট্রাম্প যদি মাদুরোকে ধরতে পারেন, মোদি কেন ২৬/১১-এর মাথাকে ধরতে পারেন না?’— প্রশ্ন ওয়াইসির। AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এই ঘটনায় ভারতের দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তোলেন।

— Caracas Airstrike: মাদুরো সরকারের পতনকে স্বাগত গ্রিসের প্রধানমন্ত্রীর। কিরিয়াকোস মিৎসোটাকিস বলেন, এই পরিবর্তন ভেনেজুয়েলার জন্য নতুন আশার দিশা দেখাতে পারে।

— Venezuela News: ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে স্টারলিঙ্ক। মার্কিন হামলার পর ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার ঘোষণা করেছে সংস্থাটি।

৪ জানুয়ারি, ১০:১১: ‘স্বাধীনতার সময় এসেছে’, বললেন বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। মাদুরো গ্রেপ্তারের পর তিনি বলেন, ভেনেজুয়েলায় স্বাধীনতার নতুন অধ্যায় শুরু হল।

৪ জানুয়ারি, ১০:০৭ : আমেরিকার পদক্ষেপে তীব্র নিন্দা চিনের। চিনের বিদেশমন্ত্রক জানায়, একটি সার্বভৌম দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারা এই ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’।

 

৪ জানুয়ারি, ৯:৩০: ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান জানতে চাইল কংগ্রেস। কংগ্রেস সাংসদ কার্তি পি চিদম্বরম বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করে এক্স-এ লেখেন, “ভেনেজুয়েলায় যা ঘটছে, সে বিষয়ে ভারতের কোনও অবস্থান আছে কি?”

৪ জানুয়ারি, ৯:২৪ : মাদুরো গ্রেপ্তারের পর ভবিষ্যৎ মার্কিন পদক্ষেপের ইঙ্গিত জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “যদি এভাবে স্বৈরাচারীদের সঙ্গে মোকাবিলা করা যায়, তবে আমেরিকা জানে এরপর কী করতে হবে।”

৪ জানুয়ারি, ০৯:১১ : ক্যারিবিয়ান আকাশসীমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল আমেরিকা। মার্কিন পরিবহণ সচিব শন ডাফি জানিয়েছেন, রাত ১২টা থেকে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে এবং বিমান চলাচল স্বাভাবিক হবে।

৪ জানুয়ারি, ৯:০৭: ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিতে নির্দেশ দিয়েছে। আদালতের মতে, মাদুরো আপাতত তাঁর দায়িত্ব পালনে ‘সাময়িকভাবে অক্ষম’।

৪ জানুয়ারি, ৮:৩২ : ভেনেজুয়েলায় না যাওয়ার পরামর্শ দিল মার্কিন দূতাবাস। নিরাপত্তা পরিস্থিতি এখনও অস্থির বলে সতর্ক করে মার্কিন নাগরিকদের ‘স্মার্ট ট্র্যাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’-এ নাম নথিভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। ভেনেজুয়েলা ‘লেভেল ৪ – ডু নট ট্র্যাভেল’ তালিকায় রয়েছে। বর্তমানে দেশটির সঙ্গে কোনও বাণিজ্যিক বিমান পরিষেবা চালু নেই। ২০১৯ সালের মার্চে কারাকাসে মার্কিন দূতাবাসের কাজকর্ম বন্ধ হওয়ার পর থেকে সব ধরনের কনসুলার পরিষেবা স্থগিত।

৪ জানুয়ারী, ৮:৩০: মার্কিন হামলার পর কারাকাসে ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। শনিবার মার্কিন বাহিনীর চালানো হামলায় কারাকাসের ফোর্ট তিউনা বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

৪ জানুয়ারী, ৮:১৪ : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তারের পর হাউস ডেমোক্র্যাটরা জরুরি বৈঠক ডাকছে। ফক্স নিউজকে দু’টি সূত্র জানিয়েছে, রবিবার হাউস ডেমোক্র্যাটদের একটি জরুরি ককাস বৈঠক হতে চলেছে। ভার্চুয়াল এই বৈঠকটি নির্ধারিত হয়েছে দুপুর ২টা (ET)।

মাদুরো গ্রেপ্তারের প্রতিবাদে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ। শনিবার হোয়াইট হাউসের বাইরে অল্প সংখ্যক হলেও সরব প্রো-মাদুরো বিক্ষোভকারীরা জড়ো হন। তারা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন এবং মাদুরোর পক্ষে সওয়াল করেন।

— US Attack in Caracas: বন্দি অবস্থায় ‘হ্যাপি নিউ ইয়ার’ বললেন মাদুরো। হাতকড়া পরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকার একটি ড্রাগ এনফোর্সমেন্ট অফিসে ক্যামেরার সামনে দেখা যায়। সেখানে তিনি সংক্ষিপ্ত বার্তায় ‘হ্যাপি নিউ ইয়ার’ বলেন। শনিবার কারাকাসে মার্কিন হামলার পর মাদুরো ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen