দিল্লির বঙ্গভবনে বাঙালি রসনায় তৃপ্ত মার্কিন রাষ্ট্রদূত! দেখুন ভিডিও
দিল্লির বঙ্গভবনে প্রথমবার উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।
July 4, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল্লির বঙ্গভবনে প্রথমবার উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। বঙ্গভবনে আছেন অথচ বাঙালি খাওয়ার মেনুতে থাকবে না, হতে পারে না।
আম পান্না থেকে ফিশ ফ্রাই, শুক্ত, লুচি-কষা মাংস, মাছের পাতুরি, আমের চাটনি, মিষ্টি দই, রসগোল্লা, সন্দেশ সব ছিল এরিক গারসেটির পাতে।
বাঙালি খাবার খেয়ে মুগ্ধ এবং তৃপ্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।