আফগানিস্তান ইস্যুতে ভারতকে বাদ দিয়েই ‘চতুর্ভূজ গোষ্ঠী’ তৈরি আমেরিকার

শুক্রবার ‘কোয়াড গ্রুপ’ গঠন নিয়ে মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই চতুর্ভুজ শক্তি গঠনের প্রাসঙ্গিকতা রয়েছে সবদিক দিয়েই।

July 19, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভারতকে (India) বাদ রেখে আমেরিকা (America), আফগানিস্তান (Afghanistan), পাকিস্তান ও উজবেকিস্তানকে নিয়ে নতুন এক আঞ্চলিক শক্তি (Quad Group) তৈরিতে উদ্যোগী হল বাইডেন প্রশাসন। আর এই কূটনৈতিক ভাবে গড়ে উঠতে চলা চতুর্ভুজ শক্তির মূল লক্ষ্যই হবে, আঞ্চলিকস্তরে নিবিড় সংযোগ স্থাপন এবং শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু আমেরিকার এমন প্রচেষ্টায় কেন ভারতকে অন্তর্ভুক্ত করা হল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এতদিন আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়ে ঢাক পিটিয়ে আসছে মোদি সরকার। তার পরও বাইডেন প্রশাসন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভারতকে শরিক করেনি। শুক্রবার এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘চতুর্মুখী শক্তি গড়তে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। সেখানে বাদ পড়েছে ভারত।

এটাই কি তা হলে আমেরিকার সঙ্গে মোদি সরকারের কূটনৈতিক সম্পর্ক?’ 
শুক্রবার ‘কোয়াড গ্রুপ’ গঠন নিয়ে মার্কিন বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই চতুর্ভুজ শক্তি গঠনের প্রাসঙ্গিকতা রয়েছে সবদিক দিয়েই। অংশগ্রহণকারী প্রতিটি দেশই এ ব্যাপারে নীতিগতভাবে সহমত পোষণ করেছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে আঞ্চলিকস্তরে বাণিজ্যিক, সাংস্কৃতিক, যোগাযোগ ব্যবস্থা সহ একাধিক ক্ষেত্রে প্রভূত সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এখনও মসৃণ নয়। বহু প্রাচীন ও ঐতিহাসির রুট বন্ধ। ওই পথগুলি দিয়ে এক সময় অবাধ বাণিজ্য চলত। কোয়াড গ্রুপ তৈরি হলে সেই যোগযোগ ব্যবস্থা উন্নত হবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen