কেটে যাওয়া দুধের বাহারি ব্যবহার

দুধ যদি কেটে যায়, তা অনায়াসে স্যালাড ড্রেসিং-এর কাজে ব্যবহার করতে পারবেন। তবে খেয়াল রাখবেন দুধটা যেন পাস্তুরাইজড মিল্ক না হয়

January 27, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

দুধ গরম করতে গিয়ে দেখলেন, যে সেটা নষ্ট হয়ে গিয়েছে? নষ্ট হলেও সেই দুধ কিন্তু ফেলে দেবেন না। কেটে যাওয়া দুধেরও নানা ব্যবহার রয়েছে।

জেনে নিন নষ্ট দুধের এমন কিছু চমকপ্রদ ব্যবহার:

স্যালাড ড্রেসিং

দুধ যদি কেটে যায়, তা অনায়াসে স্যালাড ড্রেসিং-এর কাজে ব্যবহার করতে পারবেন। তবে খেয়াল রাখবেন দুধটা যেন পাস্তুরাইজড মিল্ক না হয়

ছবি সৌজন্যে: allrecipes.com

গার্ডেনিং

বাগানে গাছের গোড়ায় নষ্ট দুধ দিলে আপনাকে সার দিতে হবে না। দেখবেন আপনার নষ্ট হয়ে যাওয়া দুধেই কীভাবে চারাগাছগুলো তরতরিয়ে বাড়তে থাকে

চিজ

নষ্ট দুধ থেকেই চিজ তৈরি হয়। তাই ঘরের দুধ কেটে গেলে তা ফেলে না দিয়ে চিজ বানিয়ে ফেলুন

ছবি সৌজন্যে: The Telegraph

বেকিং

প্যানকেক, কেক এবং ওয়াফেল-এর মতো অনেক ডেজার্টেই কেটে যাওয়া দুধ দিতে হয়। তাই দুধ কেটে গেলে এবার জিভে জল আনা কিছু ডেজার্ট তৈরি করে ফেলতে পারেন

পোষ্য

নষ্ট হয়ে যাওয়া দুধ আপনি খেতে না পারলেও আপনার পোষা বেড়ালটা কিন্তু ভালোবেসেই খাবে। কারণ নষ্ট দুধের গন্ধ ওদের ভালো লাগে। তাই কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে বাটিভর্তি ওদের সামনে নামিয়ে দিতে পারেন

ছবি সৌজন্যে: bellaartdiy.wordpress.com

ফেস মাস্ক

নষ্ট দুধ আপনার ত্বকের জন্য কিন্তু দারুন উপকারী। কেটে যাওয়া দুধ মুখে ফেস মাস্কের মতো লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, ত্বক ঝলমল করে উঠবে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen