মার্চ থেকে বন্ধ হচ্ছে UTS App, অসংরক্ষিত টিকিট কাটবেন কীভাবে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫৯: রেল, মেট্রো, বিমান এখন আম জনতা অনলাইনে টিকিট কাটতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। অসংরক্ষিত টিকিট কাটার জন্য ট্রেন যাত্রীরা UTS App ব্যবহার করেন। এবার থেকে আর কাজ করবে না UTS app! পয়লা মার্চ থেকে আর ট্রেনের অসংরক্ষিত টিকিটও কাটা যাবে না এই অ্যাপে। এখন ‘ইউটিএস’ অ্যাপ থেকেই ‘রেলওয়ান’ অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন করে আর ইউটিএস অ্যাপ থেকে ট্রেনের মাসিক টিকিট কাটা যাচ্ছে না।
ট্রেনে অসংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে বহুল পরিচিত মোবাইল অ্যাপ হল ইউটিএস। রেল জানিয়েছে, আগামী মার্চ মাস থেকে আর এই অ্যাপ কার্যকর থাকবে না। রেলের তরফে একটি বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রেল জানিয়েছে, দিনে দিনে অনলাইনে ট্রেনের টিকির কাটার পরিমাণ বাড়ছে। এবার থেকে একটি অ্যাপের মাধ্যমে কাটা যাবে সংরক্ষিত, অসংরক্ষিত বা প্ল্যাটফর্ম টিকিট। অর্থাৎ একই ছাতার তলায় আনা হচ্ছে গোটা প্রক্রিয়া। এই অ্যাপের মধ্যে আরও সুবিধা মিলবে। ‘রেলওয়ান’ অ্যাপে ট্রেনের গতিবিধি জানতে পারবেন যাত্রীরা। এছাড়া, সংরক্ষিত টিকিটের ‘পিএনআর স্টেটাস’ জানার সুবিধা থাকছে।
উল্লেখ্য, ‘রেলওয়ান’ নামে মোবাইল অ্যাপটি আগেই ছিল। কিন্তু অসংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রে ‘ইউটিএস’ যাত্রীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় ছিল। রেল এখন আর অসংরক্ষিত ও সংরক্ষিত টিকিটের জন্য আলাদা মোবাইল অ্যাপ রাখতে চাইছে না। নতুন করে ইউটিএস অ্যাপ থেকে আর ট্রেনের মাসিক টিকিট কাটা যাচ্ছে না। ১ মার্চ থেকে আর অসংরক্ষিত ট্রেনের টিকিটও কাটা যাবে না এই অ্যাপে। ‘ইউটিএস’ অ্যাপ খুললেই ‘রেলওয়ান’ অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। ‘ইউটিএস’ অ্যাপে যাঁদের অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের নতুন করে ‘রেলওয়ান’ অ্যাপে নথিভুক্তিকরণ করতে হচ্ছে না। ইউটিএস অ্যাপের পাসওয়ার্ড দিয়েই খোলা যাবে ‘রেলওয়ান’ অ্যাপটি।