মহিলা আইনজীবীকে অপহরণ করে হত্যা যোগীরাজ্য উত্তরপ্রদেশে

মঙ্গলবার উত্তরপ্রদেশের কাশগঞ্জের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস অভিযুক্ত আইনজীবী মোস্তফা কামিল ও তাঁর তিন ছেলে সহ মোট ছ’জনকে গ্রেপ্তার করেছে।

September 11, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একজন আইনজীবীর ছেলের এবং তার সহযোগীর জামিনের আবেদনের বিরোধিতা করার অভিযোগে মহিলা আইনজীবীকে অপহরণ করে হত্যা করা হল উত্তরপ্রদেশে। নিহত মহিলা আইনজীবীর নাম মোহিনী তোমার (৪০)। মঙ্গলবার উত্তরপ্রদেশের কাশগঞ্জের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস অভিযুক্ত আইনজীবী মোস্তফা কামিল ও তাঁর তিন ছেলে সহ মোট ছ’জনকে গ্রেপ্তার করেছে।

পুলিস জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর কাশগঞ্জের জেলা আদালত থেকে মোহিনীকে অপহরণ করে অভিযুক্তরা। পরদিন রেখাপুর খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় মোস্তফা সহ মোট ছ’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন মৃত আইনজীবীর স্বামী বিজেন্দ্র তোমার। এরপরই তদন্তে নামে পুলিস। প্রথমে আইনজীবী মোস্তফা ও তার তিন ছেলেকে গ্রেপ্তার করা হয়। সোমবার বাকি দু’জনকে ধরা হয়। মোহিনীকে অপহরণ ও খুনের প্রতিবাদে কাসগঞ্জ-বরেলি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen