উত্তরপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু ৬ শ্রমিকের
সোমবার দুপুরে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। দুর্ঘটনাস্থলের যে ভিডিওতে দেখা যাচ্ছে, বাজি কারখানার একটি অংশ ভেঙে গুঁড়িয়ে গিয়েছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৬: উত্তরপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল ৬ জন শ্রমিকের। তাঁদের মধ্যে ৪ জন মহিলা। সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের অমরোহা জেলায়। আহতের সংখ্যা ৯।
কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার দুপুরে জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। দুর্ঘটনাস্থলের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বাজি কারখানার একটি অংশ ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি)। পরে অমরোহা জেলা পুলিশ জানায়, ওই বাজি কারখানাটির লাইসেন্স ছিল। সমাজমাধ্যমে পুলিশ জানিয়েছে, আত্রাসি গ্রামে লাইসেন্সপ্রাপ্ত একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের খবর পেয়েই স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয় এবং আহত ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে চার জন মহিলার দেহ মিলেছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আমরোহা পুলিশের সুপার অমিত কুমার আনন্দ বলেন, “এদিন দুপুর ১২টা নাগাদ আচমকা বাজি করাখানাটিতে বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আমরা উদ্ধারকাজ শুরু করি।” অন্যদিকে, আমরোহার জেলাশাসক নিধি গুপ্তা ভাটস বলেন, “কী কারণে এই ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটির তদন্তে করতে একটি কমিটিও গঠন করা হয়েছে।”