Uttar Pradesh: উত্তরপ্রদেশের ফতেহপুরে সমাধিক্ষেত্র ভাঙচুর বিজেপিপন্থীদের
এটি আসলে ঠাকুরজি ও শিব ঠাকুরের মন্দির, যা হাজার বছর পুরনো। তাদের এই দাবির পর গতকাল একদল লোক সমাধিক্ষেত্রের বাইরের অংশে ভাঙচুর চালায়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৫: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফতেহপুর (Fatehpur) সদর তহশিলের আবু নগর (Abu Nagar) এলাকায় অবস্থিত একটি সমাধিক্ষেত্র (tomb) নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় হিন্দু সংগঠন “মঠ মন্দির সংরক্ষণ সংগ্রাম সমিতি” (Math Mandir Sanrakshan Sangharsh Samiti) এবং বিজেপি (BJP) নেতারা দাবি করছেন, এটি আসলে ঠাকুরজি ও শিব ঠাকুরের মন্দির, যা হাজার বছর পুরনো। তাদের এই দাবির পর গতকাল একদল লোক সমাধিক্ষেত্রের বাইরের অংশে ভাঙচুর চালায়।
ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ (Police) এবং প্যাকের (Provincial Armed Constabulary) বাহিনী মোতায়েন করা হয়েছে। সমাধিক্ষেত্রের চারপাশে ব্যারিকেড (barricade) দেওয়া হয়েছে।
বিজেপি জেলা সভাপতি মুখলাল পাল (Mukhlal Pal) এই বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছেন। তিনি দাবি করেছেন, এই স্থাপনাটি নবাব আবদুস সামাদের সমাধি নয়, বরং একটি প্রাচীন মন্দির যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করা হয়েছে। তার মতে, স্থাপনার ভেতরে পদ্মফুল (lotus) ও ত্রিশুলের (trident) নকশা থাকার কারণে এটি শিব মন্দির বলে প্রমাণিত। এই দাবির পরেই সমাধিক্ষেত্রে ভাঙচুরের ঘটনা ঘটে।
জাতীয় উলামা কাউন্সিলের (National Ulama Council) জাতীয় সম্পাদক মহম্মদ নাসিম (Mo Naseem) এই ঘটনাকে ইতিহাস বিকৃতি ও সাম্প্রদায়িক সম্প্রতি ভাঙার চেষ্টা বলে কঠোর ভাষায় নিন্দা করেছেন। প্রশাসনের সমালোচনা করে তিনি বলেছেন, একপাক্ষিক বিবেচনা করে ধর্মীয় উস্কানিদাতাদের সুযোগ দেওয়া হচ্ছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলছে।