দেশে নারী নিগ্রহে শীর্ষে রয়েছে যোগীরাজ্য, জানাল কেন্দ্র

দ্বিতীয় স্থানে আরেক গেরুয়া রাজ্য মধ্যপ্রদেশ।

December 20, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশজুড়ে নারী ও শিশুদের উপর নিগ্রহে শীর্ষে দুই গেরুয়া শাসিত রাজ্য উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র। ‘ক্রাইম ফ্রি’ রাজ্য বানাতে গিয়ে যোগী রাজ্যে দিন-প্রতিদিন যে ধর্ষণ, খুনের আঁতুড়ঘর হয়ে উঠছে, তা জানাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট।

তৃণমূল কংগ্রেসের ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ লিখিতভাবে এই বিষয়ে জানতে চেয়েছিলেন। এর জাবাবে, অমিত শাহের মন্ত্রক জানিয়েছে, ২০২২ সালে দেশে মোট নারী নিগ্রহের ১৫ শতাংশের বেশি ঘটনা ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে। অন্যদিকে শিশু নিগ্রহের ক্ষেত্রে শীর্ষে হিন্দুত্বের ধ্বজা ওড়ানো শিবসেনা (শিন্ডে)-বিজেপি জোট শাসিত মহারাষ্ট্র। মোট নিগ্রহের প্রায় ১৪ শতাংশই ঘটেছে আরব সাগরের পার্শ্ববর্তী রাজ্যে। দ্বিতীয় স্থানে আরেক গেরুয়া রাজ্য মধ্যপ্রদেশ। তাদের ‘অবদান’ প্রায় সাড়ে ১৩ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen