Uttarakhand Cloud Burst: ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, মৃত ৫, নিখোঁজ বহু

সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চামোলি, রুদ্রপ্রয়াগ, তেহরি ও বাগেশ্বর জেলা। অন্তত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে

August 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০:০৯: লাগাতার প্রবল বর্ষণে ফের ভয়াবহ পরিস্থিতি তৈরি হল উত্তরাখণ্ডে। শুক্রবার ভোরে মেঘভাঙা বৃষ্টিতে একাধিক জেলায় ধস নামে, ভেঙে পড়ে বহু ঘরবাড়ি। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চামোলি, রুদ্রপ্রয়াগ, তেহরি ও বাগেশ্বর জেলা। অন্তত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে, তবে মাটির তলায় চাপা পড়ে থাকা বহু পরিবারকে উদ্ধারের কাজ চলছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।

ক্ষয়ক্ষতির চিত্র ভয়াবহ। বাগেশ্বরের পৌসাড়ি গ্রামে অন্তত ডজনখানেক বাড়ি ধসে গিয়েছে। সেখান থেকে দু’জনের দেহ উদ্ধার হয়েছে, অনেকেই নিখোঁজ। চামোলির মোপাটা গ্রামেও ধসে একাধিক বাড়ি ও গোয়ালঘর ভেঙে পড়েছে। রুদ্রপ্রয়াগ জেলায় অন্তত ৩০-৪০টি পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

টানা বৃষ্টিতে বলগঙ্গা, ধর্মগঙ্গা ও ভিলাঙ্গনা নদী উত্তাল হয়ে উঠেছে। অলকানন্দা ও মন্দাকিনীর জলস্তর দ্রুত বাড়ছে, আতঙ্কে রাত জেগে কাটাচ্ছেন নদীর পাড়বর্তী এলাকার বাসিন্দারা। ধসে বদ্রীনাথ জাতীয় সড়কের একাধিক জায়গা বন্ধ হয়ে পড়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে কৃষিতেও, বিশেষত আলুচাষে।

উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এনডিআরএফ, এসডিআরএফ, ডিডিআরএফ ও রাজ্য পুলিশ একযোগে নামিয়েছে ত্রাণ ও উদ্ধারকাজে। যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্তদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক মাধ্যমে লিখেছেন, “ক্ষতিগ্রস্ত এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধারকাজ চলছে। বাবা কেদারের কাছে প্রার্থনা করি, সকলকে সুস্থ রাখুন।”

আবহাওয়া দপ্তর আগামী ২৪ ঘণ্টার জন্য বাগেশ্বর, চামোলি, দেরাদুন ও রুদ্রপ্রয়াগে লাল সতর্কতা জারি করেছে। এছাড়া চম্পাওয়াত, হরিদ্বার, পিথোরাগড় ও উত্তরকাশীতে জারি হয়েছে কমলা সতর্কতা। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen