বাংলাও পাবে বুলেট ট্রেন? হাওড়া থেকে শহরে যাবে এই ট্রেন

দেশের অন্য যে ছ’টি রুটে হাইস্পিড রেল করিডর তৈরির কথা ভাবছে রেল, সেগুলি হল দিল্লি-বারাণসী, দিল্লি-অমৃতসর, দিল্লি-আমেদাবাদ, মুম্বই-নাগপুর, মুম্বই-হায়দরাবাদ এবং চেন্নাই-ব্যাঙ্গালোর-মাইসুরু।

February 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বারাণসী-হাওড়া রুটে ছুটবে বুলেট ট্রেন। বারাণসী-হাওড়া সহ দেশের মোট সাতটি রুটে তৈরি হবে হাইস্পিড রেল করিডর। ইতিমধ্যেই এই ব্যাপারে ডিপিআর (বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট) তৈরির নির্দেশ দিয়েছে রেল বোর্ড। শুক্রবার রাজ্যসভায় এই সংক্রান্ত প্রশ্নের লিখিত জবাবে এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দেশের অন্য যে ছ’টি রুটে হাইস্পিড রেল করিডর তৈরির কথা ভাবছে রেল, সেগুলি হল দিল্লি-বারাণসী, দিল্লি-অমৃতসর, দিল্লি-আমেদাবাদ, মুম্বই-নাগপুর, মুম্বই-হায়দরাবাদ এবং চেন্নাই-ব্যাঙ্গালোর-মাইসুরু।

এদিন রাজ্যসভায় রেলমন্ত্রী লিখিতভাবে আরও জানান, উল্লিখিত সাতটি হাইস্পিড রেল করিডরের কোনওটিই এখনও পর্যন্ত অনুমোদিত প্রকল্প নয়। ডিপিআর তৈরি করতে বলা হয়েছে মাত্র। রেলমন্ত্রক প্রয়োজনীয় সমীক্ষা করে সেই ডিপিআর তৈরি করবে। বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট খতিয়ে দেখে তারপর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গত ১ ফেব্রুয়ারি ২০২২-২৩ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, পরবর্তী তিন বছরে সারা দেশে ৪০০টি বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেস হল দেশের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন। রেল সূত্রের খবর, হাওড়া-রাঁচি রুটেও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালানো হতে পারে। অন্যদিকে, শুক্রবার এক বিবৃতিতে আইআরসিটিসি জানিয়েছে, পরবর্তী তিনদিনের মধ্যে সমস্ত দূরপাল্লার ট্রেনেই রান্না করা খাবার সরবরাহ শুরু করে দেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen