বঙ্গ BJP-তে গৃহযুদ্ধ! দিলীপ বিতর্কে রাস্তায় নেমে হাতাহাতি-মারামারি গেরুয়া পার্টির নানা গোষ্ঠীর

বৃহস্পতিবার মনিংওয়াক পর্বে সাংবাদিক ডেকে ‘বিস্ফোরক’ হয়ে ওঠেন দিলীপ ঘোষ।

May 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
বঙ্গ BJP-তে গৃহযুদ্ধ! দিলীপ বিতর্কে রাস্তায় নেমে হাতাহাতি-মারামারি গেরুয়া পার্টির নানা গোষ্ঠীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের সস্ত্রীক সাক্ষাৎ-বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই বিজেপির বঙ্গ শাখায় ‘গৃহযুদ্ধ’ আরম্ভ হয়েছে। দিলীপ ঘোষকে কে কত বেশি আক্রমণ করতে পারে, তার প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে আসরে নেমেছেন পদ্মপার্টির তৎকাল ও দলবদলু নেতারা। সমাজমাধ্যমে কুৎসিত ভাষায় লড়াই চলছে দিলীপ শিবির ও তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর। আসরে নামছেন দিলীপও, তাঁর ঘরণীও জীবনসঙ্গীর হয়ে ব্যাটিং করছেন।

দিলীপের চরিত্র এবং সম্পত্তি নিয়ে কুৎসিত ভাষায় একের পর এক আক্রমণ করে যাচ্ছে এক প্রাক্তন রাজ্যপাল, দলের বর্তমান সাংসদ, দলবদলু উকিল এবং বিজেপির আনুকূল্যে করে খাওয়া এক ইউটিউবার। দিলীপ আলাদা আলাদা করে সবাইকে জবাব দিয়ে যাচ্ছেন। গেরুয়া শিবিরের নানা গোষ্ঠী রাস্তায় নেমে হাতাহাতি-মারামারিতেও জড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার মেদিনীপুর শহরে দিলীপ ঘনিষ্ঠ বলে পরিচিত জেলা বিজেপি সভাপতি শমিতকুমার মণ্ডলের উপর আক্রমণ চালায় বিরোধী শিবিরের লোকজন। গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাঁকে মারধরও করা হয়। রাস্তায় ফেলে মারধর করা হয় তাঁর অনুগামীদের। এরপর বিজেপি’র একাধিক নেতার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে।

বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ-বৈঠকের পরই বঙ্গ বিজেপির একটা অংশ দিলীপকে নিশানা করতে থাকে। বৃহস্পতিবার মনিংওয়াক পর্বে সাংবাদিক ডেকে ‘বিস্ফোরক’ হয়ে ওঠেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্ছিষ্ট খেয়ে যাঁরা নেতা, তাঁরা যেন দিলীপ ঘোষকে বিজেপির নীতি-আদর্শ শেখাতে না আসেন, তা নিয়ে সতর্ক করেন তিনি। মনে করান, কালীঘাটে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি মমতার মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। সমাজ মাধ্যমে বাকযুদ্ধ চলছে। বক্তব্য, খোঁচা, পাল্টা খোঁচা নিয়েই ব্যস্ত বঙ্গ বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen