পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য জুড়ে নানা সতর্কতামূলক পদক্ষেপ: ঘোষণা মুখ্যমন্ত্রীর
করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য জুড়ে নানা সতর্কতামূলক পদক্ষেপ করছে প্রশাসন।
করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য জুড়ে নানা সতর্কতামূলক পদক্ষেপ করছে প্রশাসন।

কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক—
• ১৫ এপ্রিল পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও আইসিডিএস কেন্দ্রে ছুটি
• শিক্ষকেরাও থাকবেন বাড়িতে, প্রয়োজনে বাড়িতে বসে কাজ
• আইসিডিএস উপভোক্তাদের বাড়িতে খাবার পৌঁছনো
• সিনেমা হল, প্রেক্ষাগৃহ আপাতত বন্ধ
• শপিং মল, সব বড় বাজারে সতর্কতা ব্যবস্থা নেওয়া
• ২০০ কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা
• চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা
• করোনা সংক্রমণের সঙ্গে সোয়াইন ফ্ল এবং ডেঙ্গি মোকাবিলার ব্যবস্থা
• শূকর খামারগুলি লোকালয় থেকে সরানো
• ২২ মার্চ থেকে মতুয়া মেলা বন্ধের নির্দেশ
• করা যাবে না অন্য কোনও মেলা-জনবহুল উৎসবও
• ধর্মীয় স্থানে জমায়েত নিয়ন্ত্রণে ধর্মগুরুদের অনুরোধ
• সিনেমা, রিয়্যালিটি শোয়ের শুটিং হবে কি না, তা নিয়ে আজ, মঙ্গলবার বৈঠক
এ রাজ্যে মহামারি রোগ আইন রূপায়ণের ব্যাখ্যা হিসেবে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সঙ্কটের সময় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রত্যেককেই সহযোগিতা করতে হবে। প্রয়োজন হলে ১৪-২৮ দিন থাকতে হবে আইসোলেশনে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যে-ভাবে আজ উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনকে হিমশিম খেতে হয়েছে, তার পরে আর ঝুঁকি নেওয়ার অবকাশ নেই। মহামারি রোগ আইন এ রাজ্যেও কার্যকর করছি। যাতে কেউ পরীক্ষার ভয়ে পালিয়ে যেতে না-পারে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এটার অপপ্রয়োগ হবে না’