মার্কিন বিমান হানাকে ‘জঙ্গি হামলা’ আখ্যা, পাল্টা লড়াইয়ের হুঁশিয়ারি ভেনেজুয়েলার

January 3, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১৭: আমেরিকার বিমান হানাকে ‘জঙ্গি হামলা’ আখ্যা ভেনেজুয়েলার। একদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেছেন যে, ভেনেজুয়েলায় পরিকল্পনা মাফিক সফল বিমান হামলা চালানো হয়েছে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, আমেরিকার এই দাবি ও আক্রমণকে সরাসরি ‘জঙ্গি হামলা’ বলে অভিহিত করে পাল্টা লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছে ভেনেজুয়েলা।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ডিওসড্যাডো ক্যাবেলো (Diosdado Cabello) আমেরিকার এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন। কারাকাসের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আমেরিকার (America) বিরুদ্ধে তাদের ‘যুদ্ধ’ জারি থাকবে। ক্যাবেলোর কথায়, ‘‘যেভাবে দেশের জনগণ এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে লক্ষ্য করে আক্রমণ শানানো হয়েছে, তা সম্পূর্ণ অপরাধমূলক এবং একটি ‘জঙ্গি হামলা’।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা এই অপরাধমূলক হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছি। তবে দেশের শান্তির জন্য হুমকিস্বরূপ যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য আমাদের সেনা ও পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।’’

সূত্রের খবর, শুক্রবার মধ্যরাত থেকেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা এবং আরাগুয়ার মতো এলাকাগুলোতে ব্যাপক বিমান হামলা চালায় আমেরিকা। এই অতর্কিত হামলার পরেই ভেনেজুয়েলা সরকার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাবেলো দেশের নাগরিকদের শান্ত থাকার এবং নেতৃত্বের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করিয়ে দেন, ‘‘আমাদের দেশের মানুষের বিরুদ্ধে এটাই প্রথম যুদ্ধ নয়। আমরা আগেও পরিস্থিতির মোকাবিলা করে টিকে আছি। এই লড়াইয়ের পরে আমরাই আবার জিতব।’’

এদিকে, এই হামলার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার দাবি জানিয়েছেন ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল পিন্টো। শনিবারই এই আবেদন জানিয়ে তিনি একটি চিঠি পাঠিয়েছেন। বিদেশমন্ত্রীর সাফ কথা, ‘‘জনগণের শক্তির বিরুদ্ধে কোনও কাপুরুষোচিত আক্রমণই জয়লাভ করতে পারবে না।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen