প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায় প্রয়াত হলেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রবীণ অভিনেতা। বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। রাতেই কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
কল্যাণ চট্টোপাধ্যায়ের জন্ম বহরমপুরে। পুনে ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তনী, এই প্রবীণ অভিনেতা উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তপন সিনহা পরিচালিত ‘আপনজন’ ছবির মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন তিনি। সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতে অভিনয় করেছিলেন। অজস্র জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। ‘ধন্যিমেয়ে’, ‘সাগিনা মাহাতো’র মতো বহু কালোত্তীর্ণ সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। ‘কাহানি’ ছবিতে অভিনয় করেছিলেন। একাধিক টেলিভিশন সিরিজ, ওয়েব সিরিজে অভিনয় করেছেন। আর্টিস্ট ফোরাম তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে। প্রবীণ অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ চলচ্চিত্র জগৎ।