বাগানের মায়া কাটিয়ে ঘুমের দেশে ‘বাঞ্ছারাম’ মনোজ মিত্র

জানা গিয়েছে, পেস মেকার বসানোর পর কিছুটা ভালো থাকলেও শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি দিলেন ‘বাঞ্ছারামের বাগান’ অভিনেতা।

November 12, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নাট্যকার মনোজ মিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সকাল ৮.৫০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা, কিংবদন্তি নাট্যকার মনোজ মিত্র (Manoj Mitra)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বেশ কিছুদিন ধরেই হার্টের অসুখে ভুগছিলেন তিনি। কলকাতার এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছিল তাঁকে। জানা গিয়েছে, পেস মেকার বসানোর পর কিছুটা ভালো থাকলেও শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি দিলেন ‘বাঞ্ছারামের বাগান’ অভিনেতা।

বাংলাদেশের সাতক্ষীরায় ১৯৩৮ সালের ২২ ডিসেম্বরে মনোজ মিত্রের জন্ম। ছবির পাশাপাশি মঞ্চেও নিজের দাপট দেখিয়েছেন তিনি। সঙ্গে সিরিয়াল, শর্ট ফিল্ম সহ সব কিছুতেই নিজের ছাপ রেখেছেন তিনি। ‘আদর্শ হিন্দু হোটেল’ থেকে শুরু করে ‘বাঞ্ছারামের বাগান’ তাঁর অভিনীত ছবিগুলি আজও সমানভাবে জনপ্রিয়। লাইট ক্যামেরা অ্যাকশনের বদলে শেষ জীবনে তাঁর সময় কেটেছিল মূলত লেখালিখি করেই। র্ষীয়ান অভিনেতার প্রয়ানে শোকস্তব্ধ সংস্কৃতি জগত। গত কয়েকমাস ধরেই অসুস্থ ছলেন তিনি। সেপ্টেম্বরে দিন কয়েক ভর্তিও ছিলেন হাসপাতালে। তবে সেবারে লড়াই জিতে গিয়েছিলেন। অদম্য প্রাণশক্তির কাছে হেরে গিয়েছিল শারীরিক অসুস্থতা। সুস্থ হয়ে ঘরে ফিরেছিলেন। তবে নভেম্বরের শুরুতেই সকলকে ছেড়ে চলে গেলেন তিনি।

অভিনয় জগত থেকে দূরে থাকলেও অভিনয় করার একবুক ইচ্ছে নিয়েই চলে যেতে হলো মনোজ মিত্রকে। দৃষ্টিভঙ্গিকে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ মিত্র কী জানিয়েছিলেন? দেখুন ভিডিও

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen