প্রয়াত স্বর্ণযুগের বিখ্যাত যাত্রা অভিনেতা সমর বন্দ্যোপাধ্যায়

দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে মঙ্গলবার সকালে পরলোক গমন করেলেন সমর বাবু

January 2, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: জীবনের ময়দান থেকে চিরবিদায় নিলেন স্বর্ণযুগের বিখ্যাত যাত্রা অভিনেতা ও নির্দেশক সমর বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে মঙ্গলবার সকালে পরলোক গমন করেলেন সমর বাবু। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর ৷   

 তিনি ‘বজ্জাত শ্বশুরের দজ্জাল বউ’, ‘থানায় যাচ্ছে ছোট বউ’, ‘বউ হয়েছে রঙের বিবি’, ‘আনারকলি’, ‘অচেনা মায়ের সন্তান’ ‘হ্যামলেট’, ‘মরুতীর্থ হিংলাজ’, ইত্যাদি পালায় অভিনয় করে প্রচুর সুনাম অর্জন করেছিলেন। 

তাঁর প্রয়াণে চিৎপুরের যাত্রাপাড়ায় শোকের ছায়া নেমে আসে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen