প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়

শেষবার তাঁকে দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি-তে।

August 13, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩৯: বাংলা অভিনয় জগতে শোকের ছায়া। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন তিনি। বার্ধক্যজনিত অসুখও ছিল সঙ্গী।

শেষবার তাঁকে দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি-তে। অসুস্থতা সত্ত্বেও নিয়মিত শুটিং করতেন। মাসে প্রায় ২০ হাজার টাকা ওষুধের পেছনে খরচ হত, ইনজেকশনের জন্য লাগত সাড়ে চার হাজার টাকা। তবুও প্রতিদিন দমদম থেকে সোনারপুরে যেতেন শুটিং করতে।

মৃত্যুর সময় তিনি বাড়িতেই ছিলেন, সঙ্গে ছিলেন পরিচারিকা। তাঁর মেয়ে আসার জন্য মরদেহ বাড়িতেই রাখা হয়েছে। মৃত্যুর খবর জানানো হয়েছে আর্টিস্ট ফোরামকে।

টেলিপাড়ায় শোকের আবহ। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় বহুবার তাঁর অসুস্থতার কথা প্রকাশ্যে তুলেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আর্থিক সাহায্যের আবেদন করেছিলেন তিনি। পরিচালক স্নেহাশিস চক্রবর্তীও একসময় সহায়তা করেছিলেন।

বাসন্তী চট্টোপাধ্যায় ঠগিনী, আমি সে ও সখাসহ বহু সিনেমায় উল্লেখযোগ্য অভিনয় করেছেন। তাঁর চলে যাওয়া বাংলা বিনোদন জগতে এক বড় শূন্যতা তৈরি করল।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen