হাসপাতালে ভর্তি তনুজা – এখন কেমন আছেন তিনি?

তাঁর দুই কন্যাসন্তানের মধ্যে বড় কাজল এবং ছোট মেয়ে তানিশা।

December 18, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
হাসপাতালে ভর্তি তনুজা – এখন কেমন আছেন তিনি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্ষীয়ান অভিনেত্রী তনুজা অসুস্থ। রবিবার তাঁকে হাসপাতালে ভর্তি করে আইসিইউ-তে রাখা হয়েছে। মুম্বইয়ের জুহুর একটি হাসপাতালে ভর্তি তিনি। বর্তমানে তাঁর বয়স প্রায় ৮০ বছরের এবং বার্ধক্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তাঁর চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে করা হয়েছে। তবে সস্তর খবর, চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি। তনুজার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল জানা গিয়েছে।

মায়ের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বড় মেয়ে কাজল ও তাঁর পরিবার, সঙ্গে ছোট মেয়ে তানিশাও।

বলিউড অভিনেত্রী তনুজা একসময়ের রুপোলি পর্দায় অন্যতম বড় রৰক। হিন্দি ও বাংলা, দুই চলচ্চিত্রতেচুটিয়ে অভিনয় করেছেন তিনি। ‘হামারি বেটি’, ‘হামারি ইয়াদ আয়েগি’র মতো জনপ্রিয় হিন্দি সিনেমায় অভিনয়ের পাশাপাশি উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে বিখ্যাত কিছু বাংলা ছবি যেমন দেয়া নেয়া’, ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘রাজকুমারী’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তনুজা। বাঙালি পরিচালক সোমু মুখোপাধ্যায়কে বিয়ে করেন তিনি। তাঁর দুই কন্যাসন্তানের মধ্যে বড় কাজল এবং ছোট মেয়ে তানিশা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen