প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা শ্রীপ্রকাশ জয়সওয়াল, কানপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ

November 29, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪৫: দীর্ঘদিনের অসুস্থতার লড়াই শেষে কানপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল। শুক্রবার সন্ধ্যায় ৮১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

শহরের সিভিল লাইন্স এলাকার বাসভবনে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথমে তাঁকে কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার দ্রুত অবনতি হওয়ায় পরে রিজেন্সি হাসপাতালের হৃদরোগ বিভাগে স্থানান্তরিত করা হয়। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

১৯৪৪ সালের ২৫শে সেপ্টেম্বর কানপুরে জন্ম নেওয়া শ্রীপ্রকাশ জয়সওয়াল প্রায় চার দশক ধরে শহরের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৮৯ সালে কানপুরের মেয়র হিসেবে তাঁর জনজীবনের সূচনা। পরে জাতীয় রাজনীতিতে প্রবেশ করে ১৯৯৯, ২০০৪ ও ২০০৯, তিনবার পরপর কানপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হন তিনি।

ডঃ মনমোহন সিংয়ের দ্বিতীয় UPA সরকারের সময় তিনি গুরুত্বপূর্ণ কয়লা মন্ত্রকের দায়িত্ব সামলান। কিছু সময়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বহু গুরুদায়িত্ব তাঁর হাতে অর্পিত হয়েছিল।

অভিজ্ঞ ও জনপ্রিয় এই নেতার প্রয়াণে কানপুর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen