তরুণদের ঝড়ে অভিজ্ঞদের পতন, সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ইতিহাস লিখল ভারত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪০: নতুন দিনে ভারতীয় ব্যাডমিন্টনে নজির গড়লেন উঠতি দুই তারকা। লখনউয়ের সৈয়দ মোদী আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার দেখা গেল জোড়া চমক। অভিজ্ঞদের হারিয়ে কোর্টে উজ্জ্বল হলো নতুন প্রজন্মের তারকারা।
দিনের সবচেয়ে বড় চমক এনে দিল ১৬ বছরের প্রতিভা তনভি শর্মা। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন নোজ়োমি ওকুহারার বিরুদ্ধে প্রথম গেম দুর্বল শুরু হলেও ম্যাচের গতি ধীরে ধীরে ঘুরিয়ে দেন তিনি। ৫৯ মিনিটের লড়াইয়ে স্কোরলাইন— ১৩-২১, ২১-১৬, ২১-১৯— ভারতীয় ভবিষ্যতের জন্য আশার বার্তা রেখে গেল। প্রথম গেমে পিছিয়ে পড়ার পরেও তনভির লড়াইয়ের জেদই শেষমেশ জয় এনে দেয়। নির্ণায়ক গেমের পয়েন্ট ধরে ধরে লড়াই করার আত্মবিশ্বাসই তাকে ম্যাচের নায়ক করে তোলে। ইউএস ওপেন সুপার ৩০০-র ফাইনাল খেলার পর এটাই তনভির ক্যারিয়ারের আরও এক বড় সাফল্য।
এদিন দেখা গেল আরও এক অঘটন। অভিজ্ঞ এইচএস প্রণয়কে হারিয়ে দিল ১৯ বছরের মনরাজ সিংহ। মাত্র ৪৩ মিনিটে ম্যাচ জিতে নেন তিনি। স্কোর— ২১-১৫, ২১-১৮। প্রণয়ের পরিচিত ছন্দ এদিন কোর্টে দেখা যায়নি।
তবে ইতিবাচক খবরও রয়েছে। মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠলেন শীর্ষ বাছাই উন্নতি হুডা। সহজেই ২১-১৫, ২১-১০ ব্যবধানে হারালেন তাসনিম মীরকে। পুরুষদের ড্রয়েও স্বস্তি দিলেন প্রাক্তন বিশ্ব নম্বর এক কিদম্বী শ্রীকান্ত। ২১-৬, ২১-১৬ ফলে জয় নিশ্চিত করলেন সনীথ দয়ানন্দের বিরুদ্ধে।