উপরাষ্ট্রপতি নির্বাচন: কোন অঙ্কে বাজিমাতের ছক কষছে BJP?

বিজেপি সূত্রে খবর, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ী কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

September 2, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০৫: ২০২২ সালে জগদীপ ধনখড় ৫২৮ ভোটে জিতেছিলেন। প্রতিদ্বন্দ্বী মার্গারেট আলভা পেয়েছিলেন মাত্র ১৮২ ভোট। তখন NDA-র শক্তির সামনে বিরোধীরা দাঁড়াতেই পারেনি। কিন্তু ২০২৪ লোকসভা ভোটে NDA-র সংখ্যাতেই টান পড়েছে। তাই ৯ সেপ্টেম্বরের উপরাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী সি পি রাধাকৃষ্ণনের জয় নিশ্চিত করতে ৪২৫ জন NDA সাংসদের ভোটদান নিশ্চিত করার দৌড়ে নেমেছে বিজেপি।

বিজেপি সূত্রে খবর, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ী কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের কাজ হবে সংশ্লিষ্ট এলাকার সকল NDA সাংসদকে ৯ সেপ্টেম্বর সংসদে হাজির করানো। এর আগের দিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দিল্লিতে সকল NDA সাংসদের জন্য নৈশভোজের আয়োজন করবেন, যাতে ভোটের দিন সকলে উপস্থিত থাকেন।

ভোট হয় গোপন ব্যালটে। কোনও ভোট বাতিল না হয়, তা নিশ্চিত করতে বিজেপি তিন দিন ধরে কর্মশালার ব্যবস্থা করেছে। সেখানে ব্যালটে ছাপ মারা, ভাঁজ করা, নির্বাচন কর্তার দেওয়া কলম ব্যবহার – সব বিষয়ে সাংসদদের বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হবে।

NDA জোটের বাইরে থেকেও সমর্থন আনার চেষ্টা চলছে। ইতিমধ্যেই YSR কংগ্রেস পার্টি সমর্থনের ঘোষণা করেছে। ফলে NDA-র ৪২৫ সাংসদের সঙ্গে জগনের দলের আরও ১১ ভোট যোগ হবে। ওড়িশার বিজু জনতা দল (BJD) ও তেলঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি (BRS)-কে নিয়েও টানাটানি শুরু হয়েছে। BJD-র সঙ্গে বিরোধীদেরও যোগাযোগ হয়েছে। অন্যদিকে, BRS জানিয়েছে, তারা আঞ্চলিক প্রতিনিধিত্বের বিষয়টি বিবেচনা করবে। উল্লেখযোগ্যভাবে বিরোধী জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি তেলঙ্গানার মানুষ।

লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ভোটার সংখ্যা ৭৮২। জয়ের জন্য প্রয়োজন অন্তত ৩৯২ ভোট। শেষ পর্যন্ত NDA-র সংগঠিত শক্তি কাজ করে, নাকি বিরোধীরা অঙ্ক কষে পাল্টা বাজিমাত করে- সেদিকেই এখন নজর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen