Vice Presidential Election: NDA-র রাধাকৃষ্ণণের বিরুদ্ধে INDIA জোটের প্রার্থী কে?

তিরুচি শিবা দীর্ঘদিনের সাংসদ। তামিলনাড়ু থেকে তিনি রাজ্যসভায় গিয়েছেন। বর্তমানে তিনি ডিএমকে-র রাজ্যসভার দলনেতা।

August 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫৩: উপরাষ্ট্রপতি নির্বাচনে এবার দক্ষিণ ভারতের দুই প্রভাবশালী নেতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এনডিএ-র তরফে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সিপি রাধাকৃষ্ণণের। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রবিবার এই সিদ্ধান্ত জানান। অন্যদিকে, বিরোধী ইন্ডিয়া জোটের তরফে সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে ডিএমকের রাজ্যসভার সাংসদ তিরুচি সিবার নাম।

সূত্রের দাবি, রাধাকৃষ্ণণের বিরুদ্ধে পাল্টা কৌশল হিসেবে তামিলনাড়ুরই আরেকজন নেতাকে প্রার্থী করে দক্ষিণের আঞ্চলিক রাজনীতিকে গুরুত্ব দিতে চাইছে বিরোধী জোট। সাম্প্রতিক সময়ে হিন্দি ভাষার আধিপত্য নিয়ে দক্ষিণ ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিতর্ক তুঙ্গে।

ডিএমকের তরফে আগেই মন্তব্য করা হয়েছিল, “তামিল প্রার্থীকে মনোনয়ন দিয়ে এনডিএ তামিলনাড়ুর স্বার্থরক্ষায় আগ্রহী, এমনটা ভাবার কারণ নেই। বরং এটি রাজনৈতিক প্রচারের কৌশল।” সেই প্রেক্ষিতে তিরুচি সিবার সম্ভাব্য মনোনয়নকে দেখা হচ্ছে রাজনৈতিক পাল্টা চাল হিসেবে। বর্তমানে তিনি ডিএমকে-র রাজ্যসভার দলনেতা। বিজেপি তথা NDA শিবিরের পাল্টা দক্ষিণ ভারত থেকেই ইন্ডিয়া শিবির সম্ভাব্য উপরাষ্ট্রপতি পদপার্থী বেছে রীতিমতো চমক দিল।

উল্লেখ্য, উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকড়ের আকস্মিক পদত্যাগের পর ৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এনডিএর প্রার্থী বাছাইয়ের জন্য দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং সহ শীর্ষ নেতৃত্ব। বৈঠকের পর রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করেন জেপি নাড্ডা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen