Vice Presidential Elections: BJP-র প্রার্থী কি আরিফ মহম্মদ খান?

দুয়ারে উপরাষ্ট্রপতি নির্বাচন। প্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনা চলছে রাজধানীর আকাশে বাতাসে।

August 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৯: দুয়ারে উপরাষ্ট্রপতি নির্বাচন। প্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনা চলছে রাজধানীর আকাশে বাতাসে। শোনা যাচ্ছে, BJP তথা NDA শিবিরের প্রার্থী হচ্ছেন আরিফ মহম্মদ খান? কেরলের রাজ্যপাল ছিলেন আরিফ মহম্মদ খান। বর্তমানে বিহারে রাজ্যপাল তিনি। মুসলমান বা মহিলা মুখকে বিজেপি উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করতে পারে বলে জল্পনা চলছে। বিজেপির শীর্ষ সূত্রে খবর, কোনও সংখ্যালঘু মুখকেই উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করতে পারে সরকার পক্ষ।

উপরাষ্ট্রপতি পদে কোনও সংখ্যালঘুকে প্রার্থী করে ‘মাস্টারস্ট্রোক’ দিতে চাইছে বিজেপি। এতে বিজেপির মুসলমান বিদ্বেষী দুর্নাম ঘুচবে পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারি সংখ্যালঘু বিরোধিতায় নামতে পারবে না। বৃহস্পতিবার সংসদ ভবনে NDA ফ্লোর লিডারদের বৈঠক হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ শ্রীকান্ত সিন্ধে, মিলিন্দ দেওরা, প্রফুল্ল প্যাটেল, চিরাগ পাসোয়ান, উপেন্দ্র কুশওয়া, অনুপ্রিয়া প্যাটেলের মতো সরকার পক্ষের নেতারা।

সূত্রে খবর, আগামী ১২ আগস্ট সম্ভবত উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করতে পারে বিজেপি শিবির। উল্লেখ্য, উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২১ আগস্ট। নির্বাচন (Vice Presidential Elections) আগামী ৯ সেপ্টেম্বর। ওইদিনই ফল ঘোষণা। NDA এবং INDIA – দুই শিবিরেই উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে। বিরোধী জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবেন, তা নিয়েও জল্পনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen