দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে ধৃত ৫ জনকেই শনাক্ত করেছেন নির্যাতিতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৫৩: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডের তদন্তে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড (টিআই প্যারেড) সম্পন্ন হল। শুক্রবার দুর্গাপুর উপ সংশোধনাগারে টিআই প্যারেড হয়। একবার দেখেই ধৃত পাঁচ যুবককে শনাক্ত করলেন দুর্গাপুরের বেসরকারি মেডিক্যালের ডাক্তারি ছাত্রী। তবে টিআই প্যাকরেডে সহপাঠীকে রাখা হয়নি। কারণ, ছাত্রীর সহপাঠী তিনি, তাঁকে তো আগে থেকেই চিনতেন।
সংশোধনাগার ও পুলিশ সূত্রে খবর, সবার মধ্যে থেকে পাঁচ অভিযুক্তকেই নির্যাতিতা চিহ্নিত করেছেন। ফলত মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই প্যারেড। যে গতিতে তদন্তের সব পর্যায় সম্পন্ন হল, তাতে মামলার দ্রুত নিষ্পত্তির আশা দেখছে আইনজীবী মহল। নির্যাতিতার আইনজীবীও জানিয়েছেন, তদন্তের সব প্রক্রিয়াই প্রায় সম্পন্ন। পুলিশ এখন চার্জশিট দিয়ে ট্রায়াল শুরু করতেই পারে।
প্রসঙ্গত, ১০ অক্টোবর দুর্গাপুর আইকিউ সিটি হাসপাতালের দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রী তাঁর সহপাঠীর সঙ্গে বেরিয়ে গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ। এরপর প্রথমে গ্রেপ্তার করা হয় মেডিক্যাদল কলেজ সংলগ্ন এলাকার পাঁচ যুবককে। গ্রেপ্তার করা হয় সহপাঠী ওয়াসিফ আলিকেও। গত বুধবার দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক টিআই প্যা রেডের নির্দেশ দিয়েছিলেন।