বাংলায় গেরুয়া ঝড় সম্ভব নয়, এবার ‘বেসুরো’ ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায়

এবার বেসুরো হতে দেখা গেল সেই ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায়কে

May 5, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সেই ১৯৯১ সালে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। ওই বছরেই লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীও হয়েছিলেন। এবার বেসুরো হতে দেখা গেল সেই ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায়কেও। বিজেপি নেতৃত্ব যেখানে ২০২৪ এর নির্বাচনকে পাখির চোখ করেছেন, সেখানে এই পদ্মভূষণ প্রাপ্তি বর্ষীয়ান অভিনেতার স্পষ্ট দাবি, বাংলায় গেরুয়া ঝড় সম্ভবই নয়।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে ভিক্টর বলেন, ২০২৪ সালে বাংলায় বিজেপির জেতার কোনো সম্ভাবনাই নেই। তাঁর মতে, সমস‍্যাটা বিজেপি পার্টিটাকে নিয়ে নয়‌। আসলে বাংলার মানুষ বহিরাগতদের পছন্দ করে না। ঠিক যেমন তামিলনাড়ু বা বাংলায় কেউ হিন্দিকে রাষ্ট্রভাষা বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারবে না। তেমনি অবাঙালিরা এসে হুকুম চালালে সেটাও বাঙালিরা সহ‍্য করে না বলে মন্তব‍্য করেন ভিক্টর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen