TVK Vijay: পদদলিত হয়ে মৃতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা বিজয়, স্ট্যালিনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.০০: তামিলনাড়ুর করুরে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের (Thalapathy Vijay) সভায় ভয়াবহ ধাক্কাধাক্কি ও পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি। এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৯ জনের এবং ৫৬ জনেরও বেশি আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পুরো রাজ্য।
এই “অপূরণীয় ক্ষতি”-র জন্য বিজয় শনিবার রাতেই এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। তিনি প্রত্যেক মৃতের পরিবারকে ২০ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেন। তিনি বলেন, “আমার দেখা আপনাদের সকলের মুখ বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। আমার প্রতি স্নেহ ও মমতা দেখানো আমার সেই প্রিয় মানুষদের কথা যত ভাবি, আমার হৃদয় ততই তার জায়গা থেকে আরও দূরে সরে যায়।”
অন্যদিকে, এই দুর্ঘটনায় এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকারও মৃতদের পরিবারদের ১০ লক্ষ টাকা ও আহতদের এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেন, “আমাদের রাজ্যের ইতিহাসে কোনও রাজনৈতিক দলের আয়োজিত অনুষ্ঠানে এত বেশি সংখ্যক মানুষের প্রাণহানি কখনও ঘটেনি। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে।” এই ঘটনার তদন্তের জন্য একজন অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠনেরও ঘোষণা করেছেন তিনি।