রবিবার ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, জেন নিন বিকল্প রুট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: আগামী রবিবার ফের টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) (দ্বিতীয় হুগলি সেতু)। কলকাতা পুলিশ (KolKata Police) জানিয়েছে, সেতুর রক্ষণাবেক্ষণ ও ঝুলন্ত কেব্ল বদলের কাজের জন্য এই নিয়ন্ত্রণ জরুরি। গত আগস্ট থেকে প্রায় প্রতি সপ্তাহান্তেই যান চলাচলে নিয়ন্ত্রণ জারি হচ্ছে এই সেতুতে।
১৯৯২ সালে উদ্বোধন হওয়া এই সেতুতে রয়েছে মোট ১৫২টি ঝুলন্ত কেব্ল। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ১৯টি কেব্ল বদলানোর কাজ শুরু হয়েছে। প্রতিটি কেব্ল বদলাতে সময় লাগছে প্রায় এক মাস। ২০২৬ সালের ৩১ মে-র মধ্যে এই পর্যায়ের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা।
সম্প্রতি বিদেশে বিদ্যাসাগর সেতুর মতো একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ার পর থেকেই সতর্কতা বাড়ানো হয়েছে। সেতুর বয়স ২৫ বছরের বেশি হওয়ায় নিয়মিত পরিদর্শন ও মেরামতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ২০১৩ সালে জার্মান নির্মাতা সংস্থার রিপোর্টও গুরুত্ব পাচ্ছে এই সংস্কার প্রকল্পে।
এই কাজের দায়িত্বে রয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC)। কলকাতা ও ফ্রান্সের দুটি সংস্থা যৌথভাবে কাজ করছে। ফ্রান্সের সংস্থায় রয়েছেন দক্ষিণ আফ্রিকা ও স্পেনের বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ১৬টি হোল্ডিং কেব্ল মেরামত সম্পন্ন হয়েছে, যার খরচ হয়েছে প্রায় ৯০ কোটি টাকা।
বিদ্যাসাগর সেতুতে চলমান সংস্কার কাজের কারণে রবিবার ১৬ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে কলকাতা পুলিশ (Kolkata Police) বেশ কয়েকটি বিকল্প রুট নির্ধারণ করেছে।
লালবাজার (Lalbazar) সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী–
জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড হয়ে আসা গাড়িগুলি- এগুলিকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এরপর সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে এগিয়ে গিয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে। চাইলে হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে ঘুরে কেপি রোডেও যাওয়া যাবে।
জেএন আইল্যান্ড থেকে কেপি রোড হয়ে আসা গাড়িগুলি- এই গাড়িগুলিকে ১১ ফারলং গেট দিয়ে ঘুরিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে।
সিজিআর রোড দিয়ে খিদিরপুর থেকে আসা গাড়িগুলি- এগুলিকে হেস্টিংস ক্রসিংয়ে পৌঁছে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
কেপি রোডের সমস্ত গাড়ি- এগুলিকে ওয়াই পয়েন্ট হয়ে ১১ ফারলং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে পৌঁছনো যাবে।
জানা গিয়েছে, সপ্তাহের সোম থেকে শুক্রবার পর্যন্ত এই সেতু দিয়ে দিনে অন্তত এক লক্ষ গাড়ি চলাচল করে। সেই কারণেই সপ্তাহান্তে যান নিয়ন্ত্রণ করে সংস্কার কাজ চালানো হচ্ছে।