Vidyasagar Setu: রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল, বিজ্ঞপ্তি জারি পুলিশের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: ফের যান চলাচল বন্ধ হতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু (Vidyasagar Setu) বা বিদ্যাসাগর সেতুতে। রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য আগামী রবিবার (১৪ ডিসেম্বর) মোট ৮ ঘণ্টা এই সেতু দিয়ে সমস্ত রকম যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। বৃহস্পতিবার কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, আগামী রবিবার ভোর ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেতুতে মেরামতির কাজ চলবে। এই সময়ের মধ্যে সেতু দিয়ে কোনও গাড়ি যাতায়াত করতে পারবে না। যাত্রীদের যাতে অসুবিধা না হয়, তার জন্য কলকাতা ও হাওড়া পুলিশ ওই সময়ের জন্য বিকল্প রুটের ব্যবস্থা করবে।
প্রসঙ্গত, গত আগস্ট মাস থেকেই সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রায় প্রতি সপ্তাহান্তেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রশাসনিক আধিকারিকদের মতে, সপ্তাহের কাজের দিনগুলিতে (সোমবার থেকে শুক্রবার) বিদ্যাসাগর সেতুতে গাড়ির চাপ অত্যধিক থাকে। দিনে অন্তত এক লক্ষ গাড়ি এই সেতু দিয়ে যাতায়াত করে। সেই কারণেই জনদুর্ভোগ এড়াতে মেরামতির জন্য ছুটির দিন বা সপ্তাহান্তকেই বেছে নেওয়া হয়েছে। এর আগেও কখনও শনি ও রবিবার মিলিয়ে ১৬-১৭ ঘণ্টা, আবার কখনও শুধু রবিবার দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ১৯৯২ সালে এই সেতু উদ্বোধনের পর থেকে সাধারণ রক্ষণাবেক্ষণের কাজ হলেও, সেতুর ঝুলন্ত কেব্ল (Cable) বা তারগুলি কখনও বদলানো হয়নি। বিদ্যাসাগর সেতুকে ধরে রেখেছে মোট ১৫২টি কেব্ল। দীর্ঘ তিন দশকের বেশি সময় অতিক্রান্ত হওয়ায় এবার সেই কেব্ল বদলানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
আপাতত প্রথম পর্যায়ে ১৯টি কেব্ল বদলানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যেহেতু প্রতিটি কেব্ল পরিবর্তন করতে প্রায় এক মাস সময় লাগে, তাই ধাপে ধাপে এই কাজ চলছে। প্রশাসনের লক্ষ্যমাত্রা অনুযায়ী, আগামী ২০২৬ সালের ৩১ মে-র মধ্যে এই পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা। তবে প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।