প্রেম থেকে পরিণয় তুমুল গুঞ্জন, গোপন অনুষ্ঠানে নাকি বাগদান সারলেন বিজয় ও রাশমিকা! বিয়ে কবে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: অবশেষে বহু জল্পনার অবসান ঘটিয়ে, দক্ষিণী তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মন্দানা নাকি আনুষ্ঠানিকভাবে একে অপরের সঙ্গে বাগদান সেরেছেন। শোনা যাচ্ছে, শুক্রবার হায়দরাবাদের এক পারিবারিক অনুষ্ঠানে, শুধুমাত্র পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যদিও দু’জনের পক্ষ থেকেই এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা আসেনি, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই খবরে এখন ব্যাপক চর্চা চলছে।
বিজয় ও রাশমিকার প্রেমের গুঞ্জন নতুন নয়। প্রায় এক বছর ধরে তাদের সম্পর্কের কথা শোনা যাচ্ছে। তবে প্রকাশ্যে কেউই কখনও কিছু বলেননি। দু’জনের মধ্যে প্রথম কাজের সূত্রপাত হয় ২০১৮ সালে, ‘গীতা গোবিন্দম’ ছবির মাধ্যমে, যা তখন বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছিল। এরপর ২০১৯ সালে তারা একসঙ্গে কাজ করেন ‘ডিয়ার কমরেড’ ছবিতে। সেই ছবির পর আর বড়পর্দায় জুটি বাঁধেননি, কিন্তু ব্যক্তিগত ও পেশাগত জীবনে একে অপরকে পাশে রেখেছেন নানা সময়ে।
সম্প্রতি বিজয় রাশমিকার আসন্ন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর টিজারে নিজের কণ্ঠ দিয়েছিলেন, আবার রাশমিকাকে দেখা গিয়েছিল বিজয়ের ভাই আনন্দ দেবরকোন্ডার নতুন সিনেমার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে। এভাবেই পরস্পরের প্রতি তাদের সমর্থন ও স্নেহ নজরে এসেছে ভক্তদের।
গত জুলাই মাসে এক সাক্ষাৎকারে নিজের সম্পর্ক নিয়ে প্রশ্নে বিজয় বলেছিলেন, “আমি ৩৫। আমি অবিবাহিত নই।” এই এক বাক্যেই ভক্তদের মধ্যে রাশমিকার নাম নিয়ে জল্পনা আরও বাড়ে। এখন বাগদানের খবরে সেই জল্পনাই যেন সত্যি রূপ পেতে চলেছে।
শিল্পজগতে তাঁদের নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। সূত্রের খবর, আগামী ফেব্রুয়ারিতেই বিজয় ও রাশমিকার বিয়ের দিন ঠিক হয়েছে। বিয়ের অনুষ্ঠান হবে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে, যেখানে উপস্থিত থাকবেন কেবলমাত্র পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা।
পেশাগত দিক থেকে, রাশমিকা এখন ব্যস্ত তার বড় হিন্দি ছবি ‘থামা’-এর প্রচারে, যা মুক্তি পাবে ২১ অক্টোবর। অন্যদিকে, বিজয়ও প্রস্তুতি নিচ্ছেন রবি কিরণ কোলার পরিচালনায় তাঁর পরবর্তী ছবির শুটিংয়ের জন্য। শোনা যাচ্ছে, এই ছবিতেই হয়তো আবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে বিজয়-রাশমিকা জুটিকে।
বিজয়কে শেষবার দেখা গিয়েছিল গৌতম তিন্নানুরির ‘কিংডম’ ছবিতে, যা মিশ্র প্রতিক্রিয়া পেলেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। এখন ভক্তদের চোখ তাঁর ব্যক্তিগত জীবনের সুখবরের দিকে। দক্ষিণী সিনেমার এই প্রিয় জুটির বাস্তব জীবনের মিলন যে ভক্তদের জন্য বড় উপহার হতে চলেছে, তা বলাই যায়।