Vijay Hazare Trophy: বর্ষশেষে বিরাট জয় বাংলার, শামি-মুকেশ-আকাশের দাপটে গুটিয়ে গেল জম্মু-কাশ্মীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২০: রাজকোটে বুধবার যেন একতরফা শক্তি প্রদর্শনের মঞ্চ তৈরি করেছিল বাংলা। বিজয় হাজারে ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে জম্মু-কাশ্মীরকে কার্যত অসহায় করে দিয়ে দাপুটে জয় তুলে নিল অভিমন্যু ঈশ্বরনের দল। ম্যাচের শুরু থেকে শেষ—সবটাই ছিল বাংলার নিয়ন্ত্রণে, আর সেই পারফরম্যান্সেই পয়েন্ট টেবিলে বড় লাফ দিল তারা।
টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক ঈশ্বরন। শুরু থেকেই সেই সিদ্ধান্তের সুফল পাওয়া যায়। ম্যাচের দ্বিতীয় বলেই মহম্মদ শামি ফিরিয়ে দেন ওপেনার কামরান ইকবালকে। পরের ওভারে আকাশদীপ শূন্য রানে ফেরান মুরুগান অশ্বিনকে। চাপের মুখে পড়ে জম্মু-কাশ্মীরের ব্যাটিং লাইনআপ একের পর এক ভেঙে পড়তে থাকে। পঞ্চম ওভারে আবার আঘাত হানেন শামি, আউট করেন ইয়াওয়ের হাসানকে।
জম্মু-কাশ্মীরের হয়ে সামান্য লড়াই করেন শুভম খাজুরিয়া (১২) ও অধিনায়ক পারশ ডোগরা (১৯)। তবে তাঁদের ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরেও পৌঁছতে পারেননি। শামি ও আকাশদীপের সঙ্গে দারুণ ছন্দে ছিলেন মুকেশ কুমারও। আগের ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পর এ দিন তিনি নেন চারটি। আকাশদীপের ঝুলিতেও চার উইকেট, শামি নেন দুটি। ফল—২০.৪ ওভারে মাত্র ৬৩ রানে গুটিয়ে যায় জম্মু-কাশ্মীর।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলা শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। ঈশ্বরন নিজে বড় রান না পেলেও অভিষেক পোড়েল (৩০*) ও সুদীপ ঘরামি (২৫*) দ্রুত ম্যাচ শেষ করে দেন। মাত্র ৯.৩ ওভারে ৯ উইকেটে জয় নিশ্চিত করে বাংলা।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বর থেকে সরাসরি দ্বিতীয় স্থানে উঠে এল বাংলা। নেট রানরেট দাঁড়াল ১.০৭৮। সামনে থাকা দলগুলির ফলাফলের উপর নির্ভর করবে শীর্ষস্থানের চূড়ান্ত ছবি, তবে এই ম্যাচে বাংলার বার্তা স্পষ্ট—তারা লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।