মধ্যপ্রদেশে পানীয় জল পান করে মৃত্যু মিছিল, সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন বিজয়বর্গী

January 1, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: পানীয় জল হয়ে উঠেছে বিষ! দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা পাওয়া ইন্দরে ভয়াবহ কাণ্ড। সরকারের সরবরাহ করা পানীয় জল পান করে মৃত্যু হয়েছে অন্তত সাত জনের। অসুস্থ অসংখ্য মানুষ। এই পরিস্থিতিতে মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের প্রশ্নে মেজাজ হারালেন মধ্যপ্রদেশের সংসদ বিষয়ক মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। সাংবাদিককে আশ্রব্য ভাষায় আক্রমণ করতেও ছাড়েননি বিজেপি সরকারের মন্ত্রী।

পুরসভার দূষিত পানীয় জল খেয়ে সাত জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে ইন্দরে। হাসপাতালেও ভর্তি শতাধিক। সাত জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন খোদ ইন্দরের মেয়র পুষ্যমিত্র ভার্গব। পুরসভার পানীয় জলে বিষক্রিয়া থেকে মৃত্যুর কথা স্বীকার করলেও, মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গী দাবি করেন, সকলের মৃত্যু বিষক্রিয়ায় হয়নি। কারও কারও স্বাভাবিক মৃত্যুও হয়েছে। যা নিয়ে বিতর্কে জড়িয়েছেন একদা বঙ্গ বিজেপির অন্যতম নেতা কৈলাস।

শহরে পানীয় জলের দূষণে মৃত্যু নিয়ে কোনও উত্তর দিতে পারেনি মোহন যাদবের বিজেপি শাসিত সরকার। ইন্দরেরই বিধায়ক কৈলাস বিজয়বর্গীয়। তার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। শেষ পর্যন্ত হতাশ কৈলাস, সাংবাদিকের উপর ক্ষেপে গেলেন। পানীয় জল থেকে মৃত্যুর ঘটনার পর্যালোচনা সেরে ফেরার পথে সাংবাদিকরা প্রশ্ন করেন কৈলাসকে। মৃতদের পরিবার ক্ষতিপূরণ না-পাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। মেজাজ হারিয়ে কৈলাস প্রশ্নের উত্তর দেন মিডিয়া তার কোনও ক্ষতি করতে পারবে না।

অভিযোগ, অশ্রাব্য গালিগালাজ করেন সাংবাদিককে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। রীতিমতো নিন্দার ঝড় উঠেছে।

উল্লেখ্য, কয়েক মাস আগেই মধ্যপ্রদেশে অজি মহিলা ক্রিকেটারদের হেনস্থা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কৈলাস। ২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিলেন কৈলাস। তিনি দাবি করেছিলেন, দু’শোর বেশি আসন নিয়ে ক্ষমতা দখল করবে বিজেপি। কিন্তু ৭৭-এ থেমে গিয়েছিল বিজেপি। এরপর বঙ্গের রাজনীতি থেকে তাঁকে সরিয়ে দেয় বিজেপি। দলের প্রবীণ নেতা তাঁর বিরুদ্ধে কামিনী, কাঞ্চনের অভিযোগ আনেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen