জম্মুতে দুই লস্কর জঙ্গিকে হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা, এক জঙ্গি সক্রিয় বিজেপি কর্মী

‘ওয়ান্টেড’ তালিকায় নাম ছিল তালিবের।

July 4, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

জম্মুতে ধৃত দুই লস্কর জঙ্গি। তাদের মধ্যে একজন সক্রিয় বিজেপি কর্মী। এমনই বিস্ময়কর ঘটনা ঘটেছে রিয়াসিতে। রবিবার গ্রামবাসীদের উদ্যোগে ধরা পড়েছেন দুই লস্কর জঙ্গি। এর পর পুলিশি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ধৃত লস্কর জঙ্গি তালিব হুসেন শাহ ছিলেন বিজেপির আইটি সেলের প্রধান। জম্মুতে দলের সংখ্যালঘু মোর্চারও নেটমাধ্যমের ইন-চার্জ ছিলেন তালিব।

‘ওয়ান্টেড’ তালিকায় নাম ছিল তালিবের। রাজৌরিতে এক নাগরিকের খুন এবং দু’টি বিস্ফোরণে তাঁর হাত রয়েছে বলে সন্দেহ হয় জম্মু ও কাশ্মীর পুলিশের। তার পর থেকেই গত দেড় মাস ধরে তাঁর ওপর নজরদারি চলছিল। আজ তাঁদের গ্রেফতারির পাশাপাশি একে ৪৭, গ্রেনেড, পিস্তল উদ্ধার হয়।

গত ৯ মে একটি নির্দেশিকা জারি করে তালিবকে জম্মু বিজেপির সংখ্যালঘু মোর্চার আইটি এবং নেটমাধ্যমের ইন-চার্জ ঘোষণা করা হয়। বিজেপির বহু শীর্ষ নেতার সঙ্গে ছবি রয়েছে তাঁর। এমনকি, বিজেপির জম্মুর সভাপতি রবীন্দ্র রায়নার সঙ্গেও তাঁর ছবি রয়েছে।

স্বাভাবিকভাবেই এক লস্কর জঙ্গি দলের পদাধিকারী হওয়াতে মুখ পুড়েছে গেরুয়া শিবিরের। অস্বস্তিতে রয়েছে গোটা শীর্ষ নেতৃত্ব। বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen