কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন বিনীত গোয়েল
কলকাতার নতুন নগরপাল হলেন বিনীত গোয়েল

কলকাতার নতুন নগরপাল হলেন বিনীত গোয়েল (CP Vinit Goyel)। এর আগে তিনি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান ছিলেন । চলতি বছর পঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টারকে ধরে খবরের শিরোনামে এসেছিলেন । আর এবার তার পুরস্কার পেলেন । আগামী কাল, ৩১ ডিসেম্বর বেলা ১২টার সময় তিনি দায়িত্ব বুঝে নেবেন । বর্তমান নগরপাল সৌমেন মিত্রের (Soumen Mitra) মেয়াদ শেষ হচ্ছে আগামী কালই ।
একুশের নির্বাচনের আগে অনুজ শর্মার জায়গায় কলকাতা পুলিশ কমিশনার করা হয়েছিল সৌমেন মিত্রকে । কলকাতায় সুষ্ঠু ভাবে ভোটের কাজ করার জন্য সৌমেন মিত্রের প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার বিনীত গোয়েলের হাতে কলকাতার সুরক্ষার দায়িত্ব । সামনেই ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস । রয়েছে নেতাজি জন্মজয়ন্তী । স্বাভাবিক ভাবেই কলকাতায় জনসমাগম হবে । এই পরিস্থিতিতে নতুন কমিশনারের সামনে নতুন চ্যালেঞ্জ হতে চলেছে ।