কল রেকর্ডিংয়ে ফাঁস SSC অভিযানে হিংসাত্মক হামলার ছক? গ্রেপ্তার এক
আজ, সোমবার SSC-র যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মী অধিকার মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: আজ, সোমবার SSC-র যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মী অধিকার মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। অভিযোগ, সেই কর্মসূচিতেই হিংসাত্মক হামলার ছক করা হয়েছে।
আরও অভিযোগ, অধিকার মঞ্চের বিক্ষোভ অভিযানে পুলিশকে বোমা মারার ছক কষা হয়েছে, পরীক্ষার সময় প্রতিটি সেন্টারে আগুন দেওয়ার মাস্টার প্ল্যান এমনকী পরীক্ষা কেন্দ্র তথা স্কুলের ভিতর সকেট বোমা মারার প্রস্তুতিও নেওয়া হয়েছে। অধিকার মঞ্চের দুই সদস্যের কথোপকথনের এমনই কল রেকর্ডিং হাতে এসেছে পুলিশের। রবিবার সেই কল রেকর্ডিং প্রকাশ করে বিধাননগর পুলিশ। জানা গিয়েছে, যারা ওই হামলার পরিকল্পনা করেছে, তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। পাশাপাশি, কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট করে দেওয়া স্থানে বিক্ষোভ না-হওয়ায় আন্দোলনের অনুমতিও দেয়নি বিধাননগর পুলিশ কমিশনারেট। অন্যদিকে, অধিকার মঞ্চ অভিযোগ অস্বীকার করেছে।
রবিবার সল্টলেকে পুলিশ কমিশনারের অফিসে সাংবাদিক সম্মেলন করেন বিধাননগরের ডেপুটি পুলিশ কমিশনার অনীশ সরকার। তিনি জানান, এসএসসি সংক্রান্ত যে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ রয়েছে, সেই মঞ্চের সদস্য সুমন বিশ্বাসের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেছেন তিনি। সুমন একটি ই-মেলও করেছেন। তাতে জানানো হয়েছে ১৮ আগস্ট একটি বিক্ষোভ কর্মসূচি নিয়েছে অধিকার মঞ্চ। হাইকোর্ট বিক্ষোভ-প্রতিবাদের জন্য একটি জায়গা নির্দিষ্ট করে দিয়েছিল। সেই মর্মে অর্ডারও আছে। কিন্তু অধিধার মঞ্চ ওই জায়গার বাইরে বিক্ষোভ করতে চাইছেন। মহামান্য আদালতের নির্দেশ আমান্য করায় পুলিশ অনুমতি দেয়নি।
বিধাননগরের ডেপুটি পুলিশ কমিশনার অনীশ সরকার আরও বলেন, ‘‘এসএসসির অধিকার মঞ্চের দুই সদস্যের কথোপকথনের কল রেকর্ডিং পেয়েছি। যেখানে হিংসা ছড়ানোর ছক কষা হয়েছে। পুলিশের উপর পেট্রল বোমা মারার কথা বলা হয়েছে। পরীক্ষার সেন্টারেও সকেট বোমা মারার কথা বলা হয়েছে। আমরা দু’জনকে চিহ্নিত করেছি। অধিকার মঞ্চকে অনুরোধ করছি, কিছু লোক এই গণ্ডগোল করতে চাইছে। বাকিরা সতর্ক থাকুন। ওদের ফাঁদে পা দেবেন না। আইন অমান্য হলে আমরা আইন রক্ষার সবরকম ব্যবস্থা নেব।’’
সাংবাদিক সম্মেলনে পুলিশের তরফে ৬ মিনিটের কল রেকর্ডিং প্রকাশ করা হয়। কল রেকর্ডিংয়ে শোনা গিয়েছে, ‘‘কঠিন মার দেব। কঠিন হারে মারপিট লাগবে কলকাতায়। যতই পুলিস প্রোটেকশন থাকুক। যে কাছে আসবে, পেট্রল বোতল ছুড়তে হবে। আর দেশলাই কাঠি, লাইটার ছুড়ে আগুন লাগাতে হবে। তাহলে ভয় পেয়ে যাবে। একটা অ্যাকশন হলেই সরকার গুঁড়িয়ে যাবে। জামা-কাপড় নয়, ব্যাগে বড় বড় পাথর নিয়ে যাব। মারতে এলেই মাথায় গ্যাঁক করে দেব। একটাকে মেরেই দেব। গোটা কলকাতা জ্বলবে।’’ কল রেকর্ডিংয়ে আরও শোনা গিয়েছে, ‘‘যে যে সেন্টারে পরীক্ষা হবে, সেখানে আগুন লাগিয়ে দেব। কোনও সেন্টারে পরীক্ষা নিতে দেব না। সকেট বোমা টোমাও নিতে হবে। দু’-একটা সকেট বোমা স্কুলের মধ্যে মারব দুমদাম করে।’’
কল রেকর্ডিংয়ের ভিত্তিতে আজ, সোমবার সকালে শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ। সোমবার ভোরে সুমন বিশ্বাসের চুঁচুড়ার কোদালিয়ার বাড়িতে হানা দেয় পুলিশ। সুমন সেই সময় বাড়িতে ছিলেন না। পরে তাঁকে আটক করার খবর আসে। কলকাতা যাওয়ার পথে আদিসপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হয়েছে তাঁকে।