মজার কবিতা বলে ইন্টারনেট মাতালেন বহুরূপী

সম্প্রতি বহুরূপীর একটি ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে। বীরভূমের লাভপুরে একজন বহুরূপী নকল চুল লাগিয়ে চড়া মেকাপ করে সেজে বেশ সুন্দর কবিতা বলছে।

February 27, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বর্তমানে ইন্টারনেটের যুগে মানুষ ভুলেই গেছে লোকো মাধ্যম গুলিকে। যেমন যাত্রা, বাউল গান, টুসু গান ইত্যাদি গুলিকে। তারমধ্যেই অন্যতম হল বহুরূপী সাজ। তারা বিভিন্ন ভাবে সেজে আমদের মনোরঞ্জন করে। কখনো কালী সেজে অথবা শিব বা অন্যকিছু। এদের সচরাচর শহরাঞ্চলে তেমন দেখা যায়না তবে গ্রামের দিকে এদের দেখা মেলে। এই বহুরূপী সেজেই এরা ট্রেনে অথবা পথে ঘাটে ঘুরে বেড়ায়। এটাই তাদের রুজি রোজগার।

এদের এখনও বর্ধমান, বাঁকুড়া, বীরভূম জেলায় দেখা যায়। এছাড়াও কলকাতাতেও মাঝে মধ্যে দেখা যায়। বিভিন্ন গান করে নেচে অথবা কখনো হাস্যকৌতুক শারীরিক অঙ্গভঙ্গি করে আমদের মনোরঞ্জন করে। অনেক সময় এদের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি বহুরূপীর একটি ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে। বীরভূমের লাভপুরে একজন বহুরূপী নকল চুল লাগিয়ে চড়া মেকাপ করে সেজে বেশ সুন্দর কবিতা বলছে। কবিতার কথা হল কলকাতার মানুষ কেমন, বীরভূমের মানুষ কেমন এবং বর্ধমানের মানুষ কেমন। এই কবিতাকে ঘিরেই সেই বহুরূপী সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।]

দেখুন সেই ভিডিও 

https://www.facebook.com/mrinal.sen.5059/videos/2552524401653778/
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen