BREAKING স্বল্পবসনা সুন্দরীর সঙ্গে মদ্যপানে রত BJP MP-র ভাইরাল ভিডিও কি FAKE?

রবিবার তাঁর সাদৃশ্যওলা এক ব্যক্তির একটি অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়ানো হয়েছে।

March 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
স্বল্পবসনা সুন্দরীর সঙ্গে মদ্যপানে রত BJP সাংসদের ভাইরাল ভিডিও কি FAKE?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বারাবাঙ্কির বর্তমান সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতকে একই আসন থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করার একদিন পরে, রবিবার তাঁর সাদৃশ্যওলা এক ব্যক্তির একটি অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়ানো হয়েছে।

জানা যাচ্ছে, এই ভিডিওতে উপেন্দ্র সিং রাওয়াত-এর (Upendra Singh Rawat) সাদৃশ্যওলা এক ব্যক্তিকে বিছানায় এক স্বল্পবসনা সুন্দরীর সঙ্গে মদ্যপানে রত অবস্থায় দেখা গেছে। কয়েকটি X-হ্যান্ডেল থেকে এই ভিডিওর ছবি টুইটও করা হয়েছে।

জানা গেছে যে সাংসদের ব্যক্তিগত সচিব দিনেশ রাওয়াত রবিবার বারাবাঙ্কির সিটি কোতোয়ালি পুলিশের কাছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অভিযোগকারী এফআইআর-এ অভিযোগ করেছেন যে সাংসদের জাল ও অশ্লীল ভিডিও প্রচার করে তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen