কিং কোহলির অপরাজিত ৮২, মেলবোর্নে পাক বধ ভারতের

আজ, টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সানডে।

October 23, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

আজ, টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সানডে। মেলবোর্নে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। রোহিত শর্মা টসে জিতে ব্যাট করতে পাঠান বাবরদের। প্রথম থেকেই সংহার মূর্তি ধারণ করেন ভারতীয় বোলারা। যদিও শেষ মুহূর্তে দুর্দান্ত লড়াই করে ঘুরে দাঁড়ায় পাকিস্তান, আট উইকেট হারিয়ে ১৫৯ রান করেন বাবররা। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় ভারত। কিন্তু লড়তে থাকেন হার্দিক ও বিরাট। হাড্ডাহাড্ডি ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। শেষ ওভার হয়ত ক্রিকেটের ইতিহাসে নাটকীয়তম ওভার হয়ে থাকবে। চার উইকেটে ম্যাচ জেতে ভারত।

মেলবোর্নের মেঘলা আকাশে দিনের শুরু থেকে টার্ন করছিল ভুবনেশ্বর, অর্শদীপদের বল। দুই বোলারের সুইংয়ের দাপটেই মুখ থুবড়ে পড়ছিল পাক টপ অর্ডার। পাক অধিনায়ক বাবর আজম ফেরেন গোল্ডেন ডাকে। বাবরকে প্যাভিলিয়নে ফিরিয়ে অর্শদীপ এশিয়া কাপে ক্যাচ মিসের যোগ্য জবাব দিলেন। আরেক ব্যাটসম্যান রিজওয়ান অর্শদীপের বলে ভুবনেশ্বরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন চার রানে। আসিফ আলিকেও আউট করেন অর্শদীপ। দুই প্রান্ত থেকে ভুবনেশ্বর, অর্শদীপের সুইং সামলাতে হিমসিম খেতে দেখা যায় রিজওয়ান, শানদের। ৯ ওভারে ৫০ রানে পৌঁছয় পাকিস্তান।

ঝড় তোলেন ইফতিকর আহমেদ, অক্ষর প্যাটেলের ওভারে তিনটে ছক্কা হাঁকান। ৪টি ছয় এবং ২টি চারের সাহায্যে ৩৪ বলে ৫১ রান করে শামির বলে আউট হন ইফতিকর। তারপরই দ্রুত ফেরেন শাদাব খান ও হায়দার আলি। জোড়া উইকেট নেন হার্দিক পাণ্ডিয়া। মহম্মদ নওয়াজ, আসিফ আলির ব্যাটেও রান আসেনি। ৩১ রান যোগ করে শান-শাহিন জুটি পাকিস্তানকে দেড়শো রানের গণ্ডি পেরতে সাহায্য করে। মিডল অর্ডার তারকা শান মাসুদ ৫২ রানে অপরাজিত ছিলেন। অর্শদীপ সিং এবং হার্দিক পাণ্ডিয়া তিনটি করে উইকেট পেয়েছেন। ​​​ভুবনেশ্বর ও শামির ঝুলিতে গিয়েছে একটি করে উইকেট।

১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। রোহিত ও রাহুল, দুই ওপেনারই ব্যক্তিগত চার রানে প্যাভেলিয়নে ফেরেন। নাসিম শাহের বলে আউট হন রাহুল। একে একে সূর্যকুমার ও অক্ষর প্যাটেল ফেরেন, ৩১/৪ থেকে দলকে টানতে শুরু করেন হার্দিক ও কোহলি। ১৮তম ওভারে অর্ধশতরান পূরণ করেন বিরাট। শেষ ওভারে মহম্মদ নাওয়াজের বলে বাবরের হাতে ক্যাচ দিয়ে বসেন হার্দিক। দুটি ছয় ও একটি চার দিয়ে ৪০ রানের জরুরি ইনিংস খেলে যান হার্দিক। ক্রিজে আসেন দীনেশ কার্তিক। চারটি ছক্কা ও ছয়টি চার দিয়ে সাজানো ছিল কোহলির অপরাজিত ৮২ রানের ইনিংস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen