লন্ডনে ফের ভাইরাল বিরাট-অনুষ্কা, সঙ্গে ছেলে অকায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫৮: বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ফের শিরোনামে। একসঙ্গে লন্ডনের রাস্তায় পায়চারি করতে দেখা গেল এই জনপ্রিয় দম্পতিকে। তাঁদের সঙ্গে ছিলেন ছোট ছেলে,অকায়। ক্যাজুয়াল পোশাকে ধরা দেন দু’জন। বিরাটকে দেখা যায় ব্রাউন রঙের সোয়েটশার্ট এবং ডেনিমে, আর অনুষ্কা পরেছিলেন মেরুন সোয়েটশার্টের সঙ্গে মানানসই প্যান্ট।
Virat Kohli & Anushka Sharma were spotted in London, a few days back. pic.twitter.com/7Db7G4NCN1
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) September 23, 2025
ছবিগুলি অনলাইনে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের উচ্ছ্বাস তুঙ্গে। এক জন লিখেছেন, “ওরা তো সাধারণ মানুষই, ওদেরও স্বাভাবিক জীবন কাটাতে ইচ্ছে করে। ইউকে-তে শিফট করাটা খুবই ভালো সিদ্ধান্ত।” আরেকজনের মন্তব্য, “ভারতের পাপারাজ্জিরা তাঁদের গোপনীয়তা নষ্ট করেছে। এখানে ওরা অনেক খুশি আর শান্তিতে আছে।”
এক ভক্ত আবার লিখেছেন, “লন্ডনেই থাকুন কিউটি! পরিবারের সঙ্গে সময় কাটান।”
অন্য একজন লেখেন, “অনেকদিন পর বিরাট-অনুষ্কাকে একসঙ্গে দেখে মন ভরে গেল।”
গত মাসেও এই দম্পতির একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তাঁদের স্থানীয়দের সঙ্গে গল্প করতে দেখা গিয়েছিল। সেদিনও বিরাট-অনুষ্কা একেবারেই স্বাভাবিক মুহূর্ত কাটাচ্ছিলেন।
View this post on Instagram
২০২৪ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তান অকায়ের জন্মের পর বিরাট-অনুষ্কা লন্ডনে স্থায়ী হন। তাঁদের বড় মেয়ে ভামিকা জন্মগ্রহণ করে ২০২১ সালে। ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি।
বিরাট শেষবার ভারতের হয়ে খেলেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ। অন্যদিকে, অনুষ্কার ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমাটি, যা ভারতের প্রাক্তন নারী ক্রিকেট অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবনের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছিল, তা আপাতত বন্ধ হয়ে গেছে।