নিয়মরক্ষার ম্যাচে অনন্য নজির বিরাটের, কিং কোহলির সামনে শুধু মাস্টার ব্লাস্টার

দীর্ঘ খড়া কাটিয়ে তিনি রানে ফিরেছেন, এবারের এশিয়া কাপ থেকে

December 11, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভারত যুগে যুগে নির্ভরযোগ্য ব্যাটসম্যান পেয়েছে। কখনও ভরসার নাম ছিল গাভাস্কর, কখনও সেটা বদলে হয়েছে শচীন, বিরাট সেই গোত্রেই পড়েন। তবে রান মেশিনের সময়টা ভাল যাচ্ছিল না। দীর্ঘ খড়া কাটিয়ে তিনি রানে ফিরেছেন, এবারের এশিয়া কাপ থেকে।

আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের খরা কেটেছিল। টি২০ ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন। টি-২০ বিশ্বকাপ ২০২২-এর সর্বোচ্চ রান স্কোরার হলেন বিরাট কোহলি। তাঁর হয়ে জবাবগুলো দিল তাঁর ব্যাট। সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে ৬ ম্যাচে ২৯৬ রান করেছেন বিরাট কোহলি। চারটি অনবদ্য হাফ সেঞ্চুরি। গতকাল তিন বছরের আরেক খড়া কাটল, একদিনের ক্রিকেটে সেঞ্চুরি করলেন বিরাট। ২০১৯ সালে ১৪ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে শেষ একদিনের ক্রিকেটে সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন কোহলি।

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ লজ্জার হার সইতে হচ্ছে ভারতকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে নামে ভারত। এই ম্যাচে কোহলি ফের জ্বলে উঠলেন। ১১টি চার ও দু’টি ছক্কাসহ ৯১ বলে ১১৩ রানের ইনিংস খেল গেলেন। দেশের জার্সিতে ৭২ তম আন্তর্জাতিক শতরান করা হয়ে গেল কোহলির। টপকে গেলেন রিকি পন্টিংয়ের ৭১টি শতরানের নজির। কোহলির সামনে কেবল শচীনরমেশ তেন্ডুলকর। এর পাশাপাশি এদিন বাংলাদেশের বিরুদ্ধে, সেদেশের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করেন বিরাট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen